সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আত্ম কথন : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২০ ২১:২৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৩:১৪

 

কপোত বিহঙ্গে জোৎস্না রাত,
আকাশে ধাবমান নীলাঞ্জনার নীল!
পুঞ্জ পুঞ্জ মেঘমালা;
অপলক চোখে যেন পড়েনা ছায়া 
অদৃশ্য সরোবরে যুগল ডাহুক 
ঝাঁক বেঁধে বালুহাস উৎসবে মেতে ওঠে!
পানকৌড়ি একাকী ইতি উতি চায়,
মনের দেউড়ি দিয়ে ফেরারি চকোরী 
চুপি চুপি অকস্মাৎ চম্পট দেয়;
কি জানি কি হয়!
গুমরে গুমরে ওঠে বিষ নীল বাঁশিখানি
পাঁজরে গুঁতো মেরে আনন্দের ঝড় তোলে,
বুকের পাষান মন্দিরে!
সফেদ সুখরাশি শির শির বাতাসে
ঢেউ তুলে ঢেউ তুলে রংধনুর আবির ছড়ায়
ভোরের আকাশে;
ম্লান হয় নিশিরাত
নিভে যায় স্নিগ্ধ যৌবতী জোৎস্নার 
নিদারুন লুকোচুরি খেলা;
নিয়তই ঘটে চলে বেহিসেবি চাল,
হিসেবতো সেখানেই রয়েছে বাঁধা!
নেই কোনো নিস্তার হাতকড়া হাতে 
দুপায়ে বেড়ি দিয়ে গোপন জগতে,
হয়তো সুখের ফোয়ারায় আচমকা ফেলে 
দেবে অসাড় দেহখানি............
আশা আর নিরাশার দোদুল টানে 

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top