সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


তুমি আমার : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২০ ২১:১৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০১:৫৫

 

তুমি আমার শীতের সকালে এক চিলতে রোদ
তুমি আমার চোখের সামনে ভোকাট্টা ঘুড়ি
তুমি আমার হিজিবিজি, কল্পনা অবিরাম
তুমি আমার লুকিয়ে দেওয়া লাজুক হাত-চিঠি
তুমি আমার ভরদুপুরে ঢিল ছুড়ে আম পাড়া
তুমি আমার সারাটি দিন অফুরান অবসর
তুমি আমার চড়ুইভাতি, বৃষ্টিতে শিল কুড়োনো
তুমি আমার জয়ধ্বনি এবং হরিবোল
তুমি আমার সিনেমা হলে হাতের ওপরে হাত
তুমি আমার রং তুলি, কলম ও ক্যানভাস
তুমি আমার চপল ইশারা, পুরনো অ্যালবাম
তুমি আমার মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণের পাঠ
তুমি আমার অফিস পাড়া, কুকুরছানা পোষা
তুমি আমার ভুতুসোনা, সদ্য নিকোনো উঠোন
তুমি আমার নাগরদোলা, ফুচকা, কোকোকোলা
তুমি আমার বড় কাছারি, তুমিই লাভার্স লেন
তুমি আমার নবান্নয় গ্রামের বাড়ি যাওয়া
তুমি আমার লুকিয়ে-লুকিয়ে নিষিদ্ধ ছবি দেখা
তুমি আমার কচুরিপানা, সাত রঙা রামধনু
তুমি আমার চাঁদের পাহাড়, গা-ছমছমে গপ্পো
তুমি আমার বক্সিং রিং, আন্ডারসন ক্লাব
তুমি আমার হঠাৎ-হঠাৎ মন কেমন করা
তুমি আমার ছেলেবেলার রান্নাবাটি খেলা
তুমি আমার সিংহবাহিনী এবং খরগোশ
তুমি আমার রবীন্দ্রনাথ, চুড়ির রিনিঝিনি
তুমি আমার গোপন চুমু, নিত্য নতুন চ্যানেল
তুমি আমার পনেরোই আগস্ট, ভ্যালেন্টাইনস ডে
তুমি আমার ধু ধু মাঠ, কবুতরের ডানা
তুমি আমার দুরুদুরু বুকে সিগারেটে টান
তুমি আমার মায়ের কোল, জ্বলন্ত অগ্নিকুণ্ডু
তুমি আমার তুমি আমার তুমিই আমার সব
এবং কিছুই না।

তুমি আমার বুকের মধ্যে হু হু করা বাতাস
তুমি আমার অ্যাকোরিয়ামে গোল্ডফিস, শর্ট টেল
তুমি আমার ভরা বাদলায় দু'কুল ছাপানো ঢেউ
তুমি আমার দল-ছুট মেলায় হারিয়ে যাওয়া
তুমি আমার সারা বুকে একই উলকি আঁকা
তুমি আমার এই বাজারেও ডবল প্রমোশন
তুমি আমার পাগলা চক্কর, মনুমেন্টের সিঁড়ি
তুমি আমার শাহরুখ খানএবং রাখী সওয়ান্ত
তুমি আমার গানের খাতা, পেয়ালা ভরা চা
তুমি আমার মান-অভিমান, প্রথম ফুল প্যান্ট
তুমি আমার চৈত্রের হাওয়া, চিত্তচক্কোর
তুমি আমার শীতের রাত্রি, লেপের উষ্ণতা
তুমি আমার আচমকাই স্কুল-প্রেমিকার মুখ
তুমি আমার আব্বুলিশ, মাঝপথে ভণ্ডুল
তুমি আমার চোখে চোখ, লাউড স্পিকারে কথা
তুমি আমার বিশুদ্ধ পানীয়, ঘোলাটে আর্সেনিক
তুমি আমার ছুটির ঘণ্টা, অফিসে কার্ড পাঞ্চ
তুমি আমার সাউথ পয়েন্ট, অবৈতনিক স্কুল
তুমি আমার ব্রিগেড গ্রাউন, একলা পুকুর পাড়
তুমি আমার প্রাইম মিনিস্টার, থালা নিয়ে পথে বসা
তুমি আমার অ্যাসিড বাল্ব, যিশুর পদতল
তুমি আমার পাহাড় চূড়া, অতল গহ্বর
তুমি আমার লঙ্কা বাটা, মায়ের হাতের ছোঁয়া
তুমি আমার রথের চাকা, মেদিনীর মহাগ্রাস
তুমি আমার ইলিশ পেটি, সোনামুগের ডাল
তুমি আমার বাঁশের সাঁকো, ঝুমকো জবাফুল
তুমি আমার ধন্বন্তরি, ঘুষঘুষে জ্বর-কাশি
তুমি আমার এসকেলেটর, গ্রামের মেঠো পথ
তুমি আমার সাইনবোর্ড, অনুচ্চারিত কথা
তুমি আমার চেনা রুমাল, ঝিরঝিরে আলুভাজা
তুমি আমার তুমি আমার তুমিই আমার সব
এবং কিছুই না।

তুমি আমার ঝুপড়ি-বাড়ি, প্রিপেড মোটোরোলা
তুমি আমার লক্ষ্মীসোনা, দুষ্টু-হতচ্ছাড়ি
তুমি আমার গঙ্গোত্রী, কালচে টালিনালা
তুমি আমার চড়াইপাখি, হঠাৎ থমকে যাওয়া
তুমি আমার নিষিদ্ধ প্রেম, অ আ ক খ গ ঘ
তুমি আমার বোঁচকাবুঁচকি, দিকশূন্যপুর
তুমি আমার শপিং মল, সপ্তাহান্তে হাট
তুমি আমার আলুবোখরা, সবুজ লেটুস পাতা
তুমি আমার টিভির রিমোর্ট, আকাশ-ভরা মেঘ
তুমি আমার নরম বালিশ, চুলের মুঠি ছেঁড়া
তুমি আমার চরণামৃত, ফলিডলের বোতল
তুমি আমার ফেস পাউডার, গাল বেয়ে ঘেমে পড়া
তুমি আমার আজনবি, প্র্যাক্টিক্যাল খাতা
তুমি আমার টো টো কোম্পানি, ক্লাসের সুরুয়াত
তুমি আমার আনন্দবাজার, সারদা মায়ের বাড়ি
তুমি আমার খেঁদিপেঁচি, তুমিই তিলোত্তমা
তুমি আমার ভাষা দিবস, নেলসন ম্যান্ডেলা
তুমি আমার মধুবনি আর্ট, কাঠের ব্লকে ছাপা
তুমি আমার তুমুল বর্ষা, মাথার ওপরে ছাতা
তুমি আমার চু কিত কিত, জয়েন্ট এন্ট্রান্স
তুমি আমার শেরি-শ্যাম্পেন, ঢাকার কাসুন্দি
তুমি আমার মায়ের দিব্যি, মিষ্টি ঝুড়ি ঝুড়ি
তুমি আমার বন্দিদশা, ময়ূরপঙ্খী ঘুড়ি
তুমি আমার কমপিউটার এবং বালি-ঘড়ি
তুমি আমার স্পেলচেক, লোড না-করা শব্দ
তুমি আমার এ সি মেশিন, লাল গনগনে আঁচ
তুমি আমার মার্সেডিস, অশান্ত লালগড়
তুমি আমার কথামৃত, পিন-আপ করা বই
তুমি আমার মাথার তাজ, পায়জামার দড়ি
তুমি আমার কাঁচকলা, মোহর ঘড়া-ঘড়া
তুমি আমার তুমি আমার তুমিই আমার সব
এবং কিছুই না।

তুমি আমার কয়েদখানা, আদিগন্ত মাঠ
তুমি আমার নকশি কাঁথা, ত্রাণের চিঁড়ে-মুড়ি
তুমি আমার তাবিজ-মাদুলি, হ্যাঁচ্চো, পিছু-ডাক
তুমি আমার পূর্ণগ্রাস, ঝাঁ চকচকে দিন
তুমি আমার দিশেহারা, শুধুই পাখির চোখ
তুমি আমার আশা ভোঁসলে, এ কে ফর্টিসেভেন
তুমি আমার আন্টার্টিকা, থর মরুভূমি
তুমি আমার জলের কলস, ছোট্ট গুমঘর
তুমি আমার সুচিত্রা সেন, কলেজ কাটা দুপুর
তুমি আমার নো এন্ট্রি বোর্ড, সবুজ সিগন্যাল
তুমি আমার কঠিন অঙ্ক, নিঃশব্দে চলা ফ্যান
তুমি আমার লেখার টেবিল, উলুখাগড়া বন
তুমি আমার ট্রামগাড়ি, দিদির এক্সপ্রেস
তুমি আমার শাম্বা, শ্যাসো, ওড়িশি, কত্থক
তুমি আমার জেমস বন্ড, গায়ে পড়া বউদি
তুমি আমার এস বি আই, কাঁপানো দাউদ ভাই
তুমি আমার বেলভিউ, জেঠুর জড়িবুটি
তুমি আমার আমের ভেঁপু, সিন্থেসাইজার
তুমি আমার হাওড়া ব্রিজ, সাউন্ড অব মিউজিক
তুমি আমার শীতল পান্তা, মুখ ঘুড়িয়ে নেওয়া
তুমি আমার রিয়্যালিটি শো, ম্যাড়মেড়ে শ্রুতিনাটক
তুমি আমার ডলার-পাউন্ড, কুঁচো পয়সার ঘট
তুমি আমার সরলরেখা, শব্দকল্পদ্রুম
তুমি আমার চূড়ান্ত সফল এবং অজ্ঞতা
তুমি আমার লেবেনচুস, ছু-মন্তর গলি
তুমি আমার ঝালরবাতি, হাতে হ্যারিকেন
তুমি আমার পানকৌরি, উড়ন্ত নিশান
তুমি আমার কাঁধের ঝোলা, এলোপাথাড়ি হাওয়া
তুমি আমার চিলেকোঠা, মধ্যরাতের ছবি
তুমি আমার তুলসী চারা, দিঘার ঝাউবন
তুমি আমার তুমি আমার তুমিই আমার সব
এবং কিছুই না।

তুমি আমার এলোকেশী, সুগন্ধী অলিভ অয়েল
তুমি আমার জীবনানন্দ, রেড লাইট অঞ্চল
তুমি আমার লকেট ফল, চাউমিন-এগরোল
তুমি আমার মুখের মুখোশ, হিম করা-হাড়গোড়
তুমি আমার দাবার চাল, নেশায় টলোমলো
তুমি আমার ফোটোসেশন, দুর ছাই দুর ছাই
তুমি আমার পি এন পি সি, প্রশংসায় ভরপুর
তুমি আমার সুবর্ণ সুযোগ, মুখের ওপরে--- 'না।'
তুমি আমার জন্মদিন, প্রস্থানেরও দিন
তুমি আমার অ্যালবাম, ডি-লিট করে দেওয়া
তুমি আমার পুজো সংখ্যা, পথ নির্দেশিকা
তুমি আমার ফুলের টব, ছলছল দুই চোখ
তুমি আমার সুপ্রিম কোর্ট, বদ্ধ কালাপানি
তুমি আমার বইমেলা, চিনে-বাদাম ভাজা
তুমি আমার মিটিং মিছিল, গাল পেতে চড় খাওয়া
তুমি আমার লাখো চশমা, নিশুতি অন্ধকার
তুমি আমার চাঁদনি রাত, চাঁদি ফাটা রোদ্দুর
তুমি আমার ঠিকুজি-কুষ্ঠি, নামগোত্রহীন
তুমি আমার মৃত্যুবাণ, অমৃতেরও ভাণ্ড
তুমি আমার ফুটবল মাঠ, লোহার ভারী শেকল
তুমি আমার ছিটকিনি আর হাট করে খোলা দোর
তুমি আমার চোরাবালি, ফুল ফুল প্যারাস্যুট
তুমি আমার নয়া টেন্ডার, চুক্তি বাতিলের নথি
তুমি আমার গুপ্তধন, একদম খালি হাত
তুমি আমার ডিস-অ্যান্টেনা, কুট্টির সেই কার্টুন
তুমি আমার বি জে পি, কংগ্রেস-তৃণমূল
তুমি আমার কাটাকুটি, সাদা ধবধবে পাতা
তুমি আমার গোড়ের মালা, ক্ষুরের সূক্ষ্ম টান
তুমি আমার ডিঙি নৌকো, দুরন্ত উড়োজাহাজ
তুমি আমার মন্দারমণি, গহন ব্ল্যাকহোল
তুমি আমার তুমি আমার তুমিই আমার সব
এবং কিছুই না।

তুমি আমার অষ্টতর শত-শত নাম
তুমি আমার কাবেরী, ভলগা অবিরাম
তুমি আমার ভালবাসা, সাগরপাড়ের ঝিনুক
তুমি আমার ইহকাল এবং জাহান্নাম।

ছবিঃ ইন্টারনেট থেকে

 

সিদ্ধার্থ সিংহ
কবি ও লেখক
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top