সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


চোখ (নেপালি কবিতা) : রবি রোদন


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২০ ২১:৫৭

আপডেট:
৬ মে ২০২৪ ০১:০৩

ছবিঃ রবি রোদন এবং অনুবাদক বিলোক শর্মা 

 

কবিঃ রবি রোদন, সিকিম
অনুবাদ: বিলোক শর্মা (ডুয়ার্স, পশ্চিমবঙ্গ)

সব জিনিসকে ডিজিট্যাল দেখে চোখ
রোদ। পায়ের তলা। কপাল। ক্ষুধা। স্বপ্ন। ন্যায়। খবরকাগজ। অক্ষর।

পেন্ডুলামের মতই নাড়তে থাকে। ব্যস্ নাড়তে থাকে।
ও দেখতে থাকে অন্ধকার ও প্রকাশের আড়ম্বর।

যেখানে-সেখানে দৌড়োতে থাকে চোখ
এবং কুমকুমের উপরে চড়ে
চোখগুলোর দ্বারাই লুণ্ঠিত নগ্ন যুবতীর আঁচড়ানো শরীর স্পর্শ করে
থুথু গিলে ফেলে
বুকে গুলি চালিয়ে উৎফুল্ল হয়
খালিপেটের খিদে দেখে হাততালি দেয়।

সময়ের পুষে রাখা গুন্ডা চোখ
সবাই দু-দুটো বহন করেছেন

এখন সব চোখ ডিজিট্যাল হয়েছে
স্বপ্ন দেখা ভুলে গেছে চোখ
স্বপ্নে বাঁচতে ভুলে গেছে চোখ
আবর্জনা মাত্র দেখে গাঁধীজী এবং বানরও
আবৃত চোখ খুলে
এখন
এই চোখে আগুন কে দাগবে?
কে ঢুকাবে এই চোখে লোহার তীক্ষ্ণ দন্ড?

চারিদিকে রয়েছে মৌনতা। মৌনতার চোখ বন্ধ রয়েছে।
চোখে ডানা ধরার পর
ধরিত্রীকে ভুলে গেছে সে
প্রকাশকে বিক্রি করে
অন্ধকার কেনে
সেই অন্ধকারে ডিম পাড়ে
যে ডিম থেকে বেরোয়-অন্ধেরা
আর পদপিষ্ট করে সময়ের ফুলগুলোকে।

এখন যে গানটি বেজে চলেছে
সেটি অন্ধকারের
চোখ অন্ধকারের রাজা
সে আদেশ দিয়ে চলেছে
চোখ বন্ধ রাখতে।

এখন আপনিও চোখ বন্ধ করে রেখেছেন।

এখন
কে দাগবে চোখে আগুন?
কে ছুড়বে চোখে লোহার তীক্ষ্ণ দন্ড?

অন্ধকার ভাঙার পরেই কেবল দেখা মিলবে পৃথিবীর
মহাশয়,
চোখ খুলুন।

 

(যুব কবি রবি রোদনের নেপালি কবিতা 'আঁখা'-এর বঙ্গানুবাদ)



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top