সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


উত্তর হাওয়া : সাকিব জামাল


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২১:২১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৩:৩২

 

মন বনে বইছে উত্তর হাওয়া-
ভালোবাসার পাতাযুগল যায় যায় ঝরে!
উষ্ণ সুখের সময় বদলে যাওয়া-
বিরহে দিন কাটে শীতলভরা ঘরে!

সবুজ সবুজ পাতা হলুদ হলুদ হয়
প্রেমের যতন চায় ফিরে ফিরে!
ভুলে ভুলে স্বজন দূরে দূরে রয়-
ফোটে না ফুল পাতাহীন নীড়ে।

তবু বেঁচে রয় শুকনো কাঠের গাছ-
বাতাসের দিক যদি আবার ঘোরে!
হয়তো হবে সেদিন অনুকুল বাস
বাসনায় মন অপেক্ষা যাতনায় পোড়ে!

 

সাকিব জামাল
কবি, গীতিকার (বাংলাদেশ বেতারে নিবন্ধিত) এবং অনুবাদক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top