সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


আমাদের স্বপ্ন ও বিজয় স্বাধীনতা : এনামুল হক টগর


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২১:৫৮

আপডেট:
১২ ডিসেম্বর ২০২০ ২৩:১৫

 

কতো রক্ত আর রক্তের স্রোত পেরিয়ে এই জীবন,
আর কতো লাশ ও মৃত্য দেহের উপর দাঁড়িয়ে এই যৌবন স্বাধীনতার জন্য কতো বেদনা ব্যথা ও জাতির যন্ত্রণা।
প্রেমের স্বপ্ন আর মুক্তির মিছিলে বিজয়ের চেতনা ছিল দীপ্ত নতুন।
অত্যাচারের কবল থেকে জাতিকে উদ্ধারের সংগ্রামীই আমাদের চৈতন্য জ্ঞানের জাগরণ নীতি।
স্নেহ প্রেম প্রীতি ও সু-ষমবন্ট সাম্যের এক মহাজীবনই জাতির অমৃত সুধা ভালোবাসা গতি।
বিজয় ও স্বাধীনতাতো হীন পুঁজিবাদ ও স্বার্থবাদ বিরোধী এক মহাঐক্যের আন্দোলন আগামী।
সত্যের ন্যায়দণ্ডে অশুভ শত্রুদেরকে পরাজিত করার সফল দিনই স্বাধীন জন্মভূমি।
অসহায় বঞ্চিতদের নিরাপদ অধিকার রক্ষার শক্তিই বিজয় স্বাধীনতার মহাসমাবেশ।
ঘাতকদের স্বার্থ বিরোধী অশুভ ও অশনি প্রচীর ভেঙে তছনছ করে চুরমার,
এই আমাদের স্বাধীনতার গৌরব ও সম্মান অর্জনই সভ্যতার জীবন প্রগতির তরী।
সর্ব আর্দশবাদ ও সর্ব মানবতাবাদ জেগে উঠার আহবান ধ্বনিই মহান বিজয়ের স্বাধীনতা।
তারপরও ঘাতকদের ইশারায় কঠিন অন্ধকার আসে
আর মাঝে মাঝে ভেঙে দিয়ে চায় আমাদের মহাঐক্যের প্রত্যাশা।
হে মহা-দেশপ্রেমিক হে মহাজ্ঞানী স্নিগ্ধ স্বচ্ছ ও মহিয়ান বীর আলো জ্বালাও মানবতার কল্যাণ,
মহা-দেশপ্রেমের আর্দশ চেতনাই হয়ে উঠুক মুক্তির গৌরব আর সভ্যতার নতুন দিন।
কলম ও কালির যুক্তিতে সত্য প্রকাশ করো আমাদের অখণ্ড ভূমি স্বাধীনতা,
জাতির আইন অধিকার ও বিজয় স্বধীনতার সুফল রক্ষাই যেন কর্মজীবী ও শ্রমজীবীর নীতি।

 

এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top