সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


দাও শক্তি- হে প্রভু : সত্যেন্দ্রনাথ পাইন


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২১ ২২:০৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৬:০৮

 

আমারে যা দিয়েছে বিধি সে আমার নয়
যে ভক্তি অর্ঘ্য সাজায়েছি করিতে সংসার জয়
জ্ঞানহারা উদ্ভ্রান্ত পাগলের মতো
সে কি দিতে পারি করিয়া বিস্তৃত
জগতের আনন্দে কল্যাণে? যে সুখের লাগি
অন্তরে অন্তহীন কামনা রয়েছে জাগি
নিত্যদিন ফুলিতেছে সাগরের শ্বাসে
অজ্ঞাতে প্রত্যয়ে পারি কি সমকক্ষ উচ্ছ্বাসে
তারে দিতে বলিদান-- হে উদ্ধত মন
পথ পার্শ্বে পড়ে রয় যবে কোনো ব্যাকুল নয়ন
অশ্রুজলে ভাসি হৃদয় জুড়ায়
তাহার কোমল অঙ্কে যারে বাঁধিবারে চায়
করিতে উদ্ধার আনন্দে চকিতে
দৃঢ় হস্তে, অন্তরের অন্তঃস্থল হতে? 

দাও শক্তি, দাও বল হে রাজাধিরাজ
পারি যেন সাধিতে যত দুরূহ কাজ
করিতে সমাপন নত করি শির
দিবানিশি এ সংসারে না হয়ে অস্থির। 
দূর হোক মোহ লোভ যতেক অহংকার
ধন্য হোক, পূণ্য হোক জীবন আমার।

 

সত্যেন্দ্রনাথ পাইন
পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top