সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


কালো মেয়ে : রঞ্জনা রায়


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ১৯:৪০

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:৩০

                    

কালো মেয়ের আঁচল ওড়ে আকাশ জুড়ে
রূপকথায় কিন্নরী জন্মের ঘুম ভাঙে,
প্রদীপ জীবন্ত হয় সলতের উন্মাদ তেজে –
পক্ষীরাজের ডানায় ঝড়ের তানপুরা বাজে।

কালো মেয়ের দুচোখে অঝোর বৃষ্টিতে
হিমাঙ্কের শীতল কম্পন –
কালো মেয়ে পোড়াতে চায় জীবনের উৎসে
নীতিকথার হলুদ ফরমান
ভবিষ্যতের কোলাজ আঁকে স্বপ্ন-বাজি জ্বেলে
বাতাসে অসহ যুদ্ধের শমন।

জীবনের ককপিটে কালো মেয়ে উড়ন্ত নেশায়,
ট্রিগারের নিশানায় সত্যকে বুঝে নিতে চায়।
বসন্ত হোলির সাত পুরনো রঙ মুছে ফেলে
হোমশিখায় সাজে রুদ্র রোদের কোলাহলে।

 

রঞ্জনা রায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top