সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ক্ষমা করি শুধু : শাহনাজ পারভীন 


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:১৯

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৪৬

 

কে সমাদর করলো, কে করলো না, তাতে কী এসে যায়!
শুধু জেনে রেখো, 
মানুষ মানুষকে চেনে, জুহুরী চিনে নেয় মুক্তা তামাম
রতনে রতন চেনে, বৃক্ষ ছায়া দেয় পৃথিবীর দাম!

জ্ঞানীকে জ্ঞানীই চেনে, আকাশ জানে তার সীমানা সকল!
অন্ধ চেনে না আলোক
যে জানে না, অবুঝ সে
পার্থক্য বুঝবে কি, কাঠ না বাকল?

সম্মান তিনি দেন, যিনি পান সমীহ আদর
সমানে সমান হলে সম্মান জানে
অসম্মান সেই করে, চেনে না যে
রোদের ঝিলিক কিবা মেঘের চাদর।

ভালোবাসা জানি বলেই, ভালোবাসি অকাতর সেই জনে
কুকুর মানুষ কামড়ায়, 
মানুষ কামড়ায় না কুকুর
করুণার সিঞ্চনে ভুলে যাই, ভালোবাসি ফের মনে।

ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top