সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আমার 'আমি'-এর পরিচয় (নেপালি কবিতা) : কবি সী. কে. শ্রেষ্ঠ


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:৩৬

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:৪৮

ছবিঃ কবি সী. কে. শ্রেষ্ঠ এবং অনুবাদক বিলোক শর্মা

 

কবি সী. কে. শ্রেষ্ঠ (কালিম্পঙ, পশ্চিমবঙ্গ)
অনুবাদ: বিলোক শর্মা (ডুয়ার্স, পশ্চিমবঙ্গ)

 

আমি ভোগের সুখে নেই
না রয়েছি রোগের দু:খে
আমি হর্ষের বরযাত্রীতে নেই
না রয়েছি রোষের শবযাত্রায়

হাঁসিতে নেই না রয়েছি রোদনে
না রয়েছি সম্বন্ধে না বন্ধনে
আমি দৃষ্টি নই, দ্রষ্টা
আমি সৃষ্টি নই, স্রষ্টা

নিজেরই প্রণীত নাটক বহন করা
পাত্র আমিই!
নিজেরই লেখা পাঠ্যক্রম নিছক মুখস্হ করা
ছাত্র আমিই।

আমি কৃষ্ণে, কবীরে
আমি রামে, মহাবীরে
আমি প্রাণীতে, প্রকৃতিতে
আমি বুদ্ধে, মহামতিতে
আমি যীশুতে, মহম্মদে
আমি নাদে, অনহদে*
আমি আত্মার গভীরে
আমি নানকে, সাইয়ে-
আমি এ সবার মধ্যে বিদ্যমান

'চৈতন্য' আমি
'পরব্রহ্ম', 'পরমপিতা', 'পরমেশ্বর'
'রুহঅল্লাহ', 'শ্রীরাজ', 'ধনী'-র
সজাতি আমি
সগোত্র আমি
অংশ আমি।

এটিই শ্বাশ্বত সত্য
এটিই চরম সত্য।
(*অনহদ: আকাশের সঙ্গীত)

(কবি সী. কে. শ্রেষ্ঠ-এর কবিতা 'মেরো 'ম'কো পরিচয়'-এর বঙ্গানুবাদ)

 

পরিচিতি:
সী. কে. শ্রেষ্ঠ: কবি/নাট্যকার সী. কে. শ্রষ্ঠ ভারতীয় নেপালি (গোর্খা) সমাজের সামাজিক বাস্তুকার হিসেবে পরিচিত। গত পাঁচ দশক থেকে নিয়মিত গোর্খা সমাজের বিভিন্ন বিষয়গুলোকে নাটক, কবিতা, গান ও নানা তত্ত্বের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেছেন। এখন অবধি তার নেপালি, হিন্দী ও ইংরেজীতে মোট আটটি বই প্রকাশিত। তার বহু গল্প ও গান নেপালি সিনেমাজগৎকে সমৃদ্ধ করেছে। 'গোর্খা ভারতী বিচার মঞ্চ' ও 'মিশন জাগ্রত সমাজ'-এর প্রতিপাদক, বিভিন্ন পত্র-পত্রিকা ও দৈনিক সংবাদপত্রের সম্পাদক শ্রেষ্ঠ নাট্যশিল্পে বিশেষ অবদানের জন্য ওডিষা রাজ্য থেকে 'নাট্যভূষন' সম্মানে সম্মানিত। নেপালি ভাষাকে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভূক্ত করে ভারতের মুখ্য ভাষাগুলোর তালিকায় নেপালি ভাষাকে সূচিবদ্ধ করার পেছনে তিন দশকের আন্দোলনের অগ্রপঙ্ক্তির ভাষা সঙ্গ্রামী। অধুনা পশ্চিমবঙ্গ সরকারদ্বারা রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান 'বঙ্গরত্ন'দ্বারা সম্মানিত।

বিলোক শর্মা: ভারতীয় নেপালি সাহিত্যে কবি ও অনুবাদক হিসেবে পরিচিত। শিক্ষায় বোটানীতে পোষ্ট-গ্র্য়াজুয়েট এবং কৃষি-আধিকারিক। একটি নেপালি কাব্যকৃতি 'সময়াভাস' প্রকাশিত রয়েছে। কবিতা লেখালেখির পাশাপাশি নিয়মিত নির্বাচিত নেপালি কবিতার বাংলায় অনুবাদ ও প্রকাশনা করেন। এছাড়া, এখন অবধি চারটি পত্রিকার সম্পাদনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top