সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বেলাশেষে : ডঃ গৌতম সরকার


প্রকাশিত:
২১ জুন ২০২১ ১৯:২৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:৫৫

 

যৌবনের সেই দিনগুলোতে আগুন ছিল ভয়ংকর লাল
আরুধ্ব ফুলকিগুলোর গভীর আক্রোশে ফুটতে থাকার দম্ভ;
সবকিছু দুরন্ত স্পর্ধায় মাড়িয়ে চলার মচমচ শব্দ ছাড়িয়ে
শুনতে পেতাম হাতুড়ির আঘাতে
চূর্ণ-বিচূর্ণ অচলায়তনের বুকফাটা হাহাকার৷

আজ আমার কাছে আগুন বড় রমণীয়
বাসন্তী ভোরে, ‘জবাকুসুমং সঙ্কাশং’ প্রভাত রবি
কমলালেবু রঙে নিজেকে রাঙিয়ে অপেক্ষা করে,
নাম-না-জানা কত ফুল, পাতা ছড়ানো রাস্তা পেরিয়ে
যে নারী অনেক শরৎ, বসন্ত, সাধ্বী শীত কাটিয়ে
বহু বাৎসল্য, রম্য, প্রহেলিকা পথ পার হয়ে
নদীর মত এগিয়ে আসছেন
সঙ্গে নিয়ে শান্তিবাণী, ভরসা মন্ত্র,
আর পাশে থাকার চিরন্তন অঙ্গীকার,
সেই নারী রয়ে যায়
আজ সারা সকাল জুড়ে।

 

ডঃ গৌতম সরকার
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top