সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


বীরের রক্তস্রোতে মুজিব তুমিই জাতির পিতা : সাইফুর রহমান কায়েস 


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৮:৩২

আপডেট:
১২ আগস্ট ২০২১ ২০:০৯

ছবিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

আমাদের অশ্রু গড়িয়ে পড়ছে দেখো আজ
সাত সুমুদ্দুর আর তেরোশত নদীর জলে
ছাপ্পান্নো হাজার বর্গমাইলই যে ধরেছে  লালশোণিতে কারবালার সাজ
সতেরো কোটি মামুষই যে পুড়িছে আজ পিতৃহারা শোকানলে
তোমার ব্যথাতুর বুকে রিক্তের বেদন আর্তের রোদন 
পিতা তুমি পাও কি এখনো শুনিতে
চওড়াপাড় বুক লুটিয়ে পড়েছিলো সেদিন ঘাতকের গুলিতে
স্রোতধারা বহিছে আজো আমারই শোণিতে
ভুলি নি পিতা আজো তোমায়, ছিন্ন হয় নি মানুষের বন্ধন
ঝাড়েবংশে তোমায় তারা 
করতে চেয়েছিলো নিশ্চিহ্ন
ঘাতক খন্দকার মুশতাক 
দিয়েছিলো আশকারা
তুমিহারা জাতি আজো নির্বাক 
ধানমন্ডি বত্রিশ বেড়ায় বইয়া
তোমার রক্তক্ষতচিহ্ন
সতেরো কোটি জনতা আজো 
কাইন্দা মরে রইয়া রইয়া

তোমার শোকে পিতা অশ্রসায়রে ভাসে চোখ
তোমার শোকেই গাথি আমি ব্যথাতুর শোক ও শ্লোক

পিতা তুমিই কায়াভরা মায়ারাজ্যে ঘুচালে বিভেদ
তুমিই মুছিয়ে দিলে মজুরবাবার কপালের শ্বেদ
তুমিই দিয়েছো মৃত্যুহীন প্রাণ
শ্রাবণের হাওয়ায় হাওয়ায় রচি যে গান
মুজিব তুমি জাগ্রতচিত্ত- শিখা বহ্নিমান 
যুধিষ্ঠির রক্তস্রোতে পিতা তুমিই চির অম্লান

আত্মবলিদানে তুমিই নাগার্জুন ও অবধূত
জাতিরাষ্ট্র বিপ্লবের চে'গুয়েভারা- তুমিই অগ্রদূত 

নিজেকে পুড়িয়ে জ্বালালে মুক্তির দীপশিখা 
তোমার দীক্ষায় এগুলেন নেলসন মাণ্ডেলা রুলিয়ালালা
বর্ণবৈষম্য দূর করে মুক্তিপত্রে অমিয়াজিত হলো আফ্রিকা
তুমি বলবীর, 
তুমি এনে দিলে লালসবুজের সোনার বাংলা
তোমার বজ্রকণ্ঠই ছিলো সাড়ে সাতকোটির তূর্যধ্বনি ও তীর
তোমার বক্ষই ছিলো মুক্তিকামী মানুষের ঢাল ও তূণীর

এদেশে ধীকৃত হচ্ছে সকলজন্ম ঘাতক
ঈশাখার অশ্বখুরময় ধ্বনিতে আজ তুমিই সংশপ্তক 

তোমার শরীরে বহিছে আজ পদ্মা-মেঘনা-যমুনা-সুরমা-খোয়াইয়ের খরস্রোত 
ভূমিপুত্র তুমি পিতা, তুমিই গাঙ্গেয় বদ্বীপে পললভূমি বিধৌত

শরশয্যায় শায়িত মুজিব তুমি অর্জুন
চক্ষুষ্মান পিতা তোমায় কাপুরুষ আর
ঘাতকেরাই করলো খুন
নিপীড়িতের জন্য তুমিই এনেছিলে সাতনরী হার

পিতা তোমার শেষ শয়ান টুঙ্গিপাড়াই আজ বাংলাদেশ 
শোকের মাতমে-হাহাকারে বিলোড়িত আজ সারাদেশ
তোমার জন্মভূমি বাংলাদেশ, ঠিকানা ধানমন্ডি বত্রিশ 
তুমি বিহনে পিতা কাটেনি এখনো জাতির গর্দিশ 
মাটিলগ্ন স্বদেশপ্রেমী তুমি জন্মেছিলে গ্রাম টুঙ্গিপাড়া 
শোকাবহ দিনের আখ্যান লিখে যাই
বীরের স্রোতে তাই 
বহে আজো মধুমতী-কুশিয়ারা
ভীষ্মপর্ব করলে সূচলা মহাবীরের বেশে
গাজীকালু চম্পাবতীর দেশে 
পিতা তুমিই তো  চে'গুয়েভারা

করতে গিয়ে দেহ তোমার ঘাতকেরা ছিন্নভিন্ন 
কালের করাল স্রোতে তারাই যে আজ নিশ্চিহ্ন 
কীর্তি সমুজ্জ্বলে ভাসছে তোমার দেখো উদ্ভাস উদ্ভিন্ন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top