সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


তখন বালিকা ছিলাম : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ১৯:৩৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:২৩

 

তখন বালিকা ছিলাম
তখন বুঝিনি –
কিভাবে পাহাড় ডিঙিয়ে নদী
সমতলে নামে
বহুপথ এঁকে বেঁকে ছুঁয়ে ফেলে সাগর,
কিভাবে জীর্ণ বল্কল ছিঁড়ে
হঠাৎ প্রকৃতিতে বসন্ত আসে,
প্রেমিক উন্মুখ হয় শুনে কোকিলের কামার্ত স্বর !

কিভাবে ভ্রমর ফুলে-ফুলে
উড়ে -উড়ে ঘটায় পরাগায়ন,
কিভাবে রাতের অন্ধকারে
বায়ুর ঘর্ষণে ঘটে উল্কাপতন,
কিভাবে আঙুলে আঙুল ছুঁলে
খুলে যায় নিষিদ্ধ বাতায়ন !

তখন বালিকা ছিলাম
তখন বুঝিনি –
যেদিন তোমার দু’চোখে চেয়ে
বালিকার খোলস ভেঙে
মুহূর্তেই নারী হয়ে উঠি,
সেই থেকে সকল শব্দের মানে ঐ দু’চোখেই খুঁজি!

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ,বাংলাদেশ 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top