সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


আশ্বিনেতে পূজা আসে : সেলিনা পারভীন


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ০১:৪১

আপডেট:
৬ মে ২০২৪ ১৬:৪৫

 

আশ্বিনেতে যেন কাশের বনে
সাদা বকের মেলা বসে
সাগর জলের ফেনার মতো
বাতাসেতে তখন ঢেউ জাগে
কাশফুলে ভরা ওই মাঠটিতে।

আকাশ সাজে নানা রঙে
তুলার মত তুলতুলে সব মেঘবালা
রঙ-বেরঙের ফ্রক পরে
ঘুরে বেড়ায় মেঘের দেশে।

ভোরবেলাতে শিউলি ফোঁটে
তার সুবাসে মনটা মাতে 
শিশির ভেজা দূর্বা ঘাসে
মুক্তা যেন ছড়িয়ে থাকে।

শরতের এই মন মাতানো 
রূপে ভরা দিনগুলোতে 
বারোয়ারি পুজা আসে
ঢাক কাঁসরের বাদ্য বাজে
পুজার সব মন্ডপেতে

উলোধ্বনি ধূপের ধোঁয়া
নানান রকম ফুলের মালা
হরেক রকম আয়োজনে
পূজার ঘরটি তখন সাজে।

বেলুন, বাঁশি, ছোট্ট পুতুল
ধামা ভরা খই বাতাসা
নানান রকম পসর নিয়ে
পুজার ঘরের আশেপাশে
রং বেরঙের মেলা বসে।

দূর্গা আসে কৈলাস থেকে
বছর শেষে বাবার দেশে
বেলপাতা, ধূপের ধোঁয়া, 
চন্দন জবা অর্ঘ্য দিয়ে
ভক্তরা সব শ্রদ্ধা ভরে 
আরতি করে দশভূজাকে 
সবাই তখন আনন্দেতে‌ ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top