সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


চুড়ি : রঞ্জনা রায় 


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০৫:২১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১০:৩১

 

চুড়িগুলো রোজ রোজ একটা বিন্দু
একটা সহ্যরেখার শেষ বিন্দুকে ছুঁতে ছুঁতে,
ভাবছি রাখবো খুলে।
হাতটা অসাড় থেকে ক্রমশ স্থবির,
লুকিয়েছে স্থবির স্থাপত্যের আড়ালে।
সময় উল্টোরথে সৃষ্টির প্রথম প্রহর,
ইভেরা চিরকালই প্রলোভনের শিকার
বোঝে না সরীসৃপের মায়াবী ছল।
পুরুষের পদানত এই জীবনে,
চুড়ি - অলংকারের ছলে সন্ন্যাসী চৈত্রের
রুক্ষতা ভরা কঠিন শিকল।
আর কতদিন ভালো লাগে বুদ্ধির মারপ্যাঁচ
কুমির চোখের মায়া!
বাহ্ নারী নাকি দেবী,নারী নাকি সংসারে স্বর্গের ছায়া,
প্রতিদিনই হিংস্র কামের আগুনে পোড়ে
রিনরিনে চুড়ি হাতে কত লক্ষ্মীমন্ত কায়া।
একবার শেষ চেষ্টা,
চুড়ি ভেঙে,এই নিস্তেজ হাত দুটি দিয়ে ধরতে চাই
আমাদের সবার হাত শক্তির স্বাধীনতায়।
জীবন নাচঘরের ঝাড়বাতিতে
অধিকারের রুপোলী আভায়
চোখ পড়ে সম্পর্কের জাজিমটায় -
বহু ব্যবহারে জীর্ণ সে 
উইপোকার নিরাপদ আশ্রয়।
আজ মণিবন্ধে মুখরিত পলাশের শিঞ্জিনি
মুক্ত আকাশের গভীরে হৃদয়ের অনুভবে-
উড়ন্ত হংসধ্বনি। 

 

রঞ্জনা রায় 
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top