সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


অধরা জল : নাসরীন নঈম


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২২ ০২:১৫

আপডেট:
১০ মে ২০২৪ ০৩:২৬

ছবিঃ নাসরীন নঈম

 

চোখে আমার ধরে না জল।

এই যে পলাশ, এই যে শিমুল
এই যে আকাশ বৃষ্টি তুমুল
এই যে হৃদয় ধরণীতল

কোথাও এখন ধরে না চোখের জল।

কৃষ্ণচূড়ার ডালে আগুন
অষ্টাদশীর মনে ফাগুন
চাষীর ও-বুকে কোথায় বল?

আমার চোখে ধরে না জল।

রাত পোহালে দেখি এসব
কোথায় যেনো হচ্ছে কি সব
তরুণরা সব বিহবল

চোখে আমার ধরে না তখন জল।

লাল গোলাপের গুচ্ছ হাতে
একটি কিশোর চলছে ছুটে
দিকে দিকে হচ্ছে কেবল ঐ কোলাহল

চোখে আমার ধরে না তখন জল।

ভাবছি যখন বাবার কথা, তোমার কথা
দেশের কথা, সবার কথা
তখন হঠাৎ জীবন বোধে জ্বলে অনল

চোখে আমার ধরে না অথৈ জল।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top