সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


একুশ আমার অহংকার : অমিতা মজুমদার


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৩

আপডেট:
২৯ জুন ২০২২ ১৮:১৬

 

ফেব্রুয়ারি এলেই মন কেমন করে,
সকল ভাষা শহিদেরা এসে মনের দরজায় কড়া নাড়ে।
সালাম বরকত শফিক তাজুল সবাই ফিরে আসে,
প্রকৃতিও যেন কেঁদে ভাসায় তাঁদের আগমনের আভাসে।
সকালে ঘুম চোখে মাকে দেখে,
মনে হয় একুশের ছায়া পড়েছে মায়ের মুখে।
মায়ের মুখে বাংলায় যখন শুনি খুকি,
মনে হয় আমার চেয়ে কেউ নয় সুখি।
হিজল তমাল,শিমুল পলাশ অশোকের এই দেশে,
মা,মাটি আর মানুষ থাকে মিলেমিশে।
ভাষার তরে রক্ত বুঝি এই বাংলার মানুষই পারে দিতে,
বাংলা নামের মধুর ভাষা কোনোদিন কেউ পারবে না কেড়ে নিতে।
বাহান্ন সালের ফেব্রুয়ারির একুশ তারিখ বাঙালির অহংকার,
বার বার যেন এই বাংলায় ফিরে আসি চাই না কিছু আর।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top