সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


একুশে ফেব্রুয়ারি বিশ বাইশ: মুদ্রার অন্যপিঠ : সাইফুর রহমান কায়েস


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৭

আপডেট:
৪ মে ২০২৪ ১৫:২৯

 

এই বাংলায় ফিরে ফিরে আসে একুশে ফেব্রুয়ারি
ভাষার মাসে ভাষাহীন আমরা,
টিকে থাকার জন্য ভাষারাই করছে আহাজারি
আমাদের নগ্নপদভারে মুখরিত প্রভাতফেরি
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"
রাষ্ট্র আজও স্বাধিকার বঞ্চিত, রাষ্ট্র হতে কতো দেরী
ভাষার জন্য জীবন দিয়ে শহীদেরা আজ কবরে
তাদেরকেই র'লেম ভুলে, মন মজাইয়া ভুবন বাদ্যকরে
ভাষার জন্য আরো জীবন দিলো যারা করিমগঞ্জ ও শিলচরে
স্বরে-অ তে অন্ধজনে আলো না দিয়া ভীতসন্ত্রস্ত আমরা অ-তে অজগরে
আজ আর হাতছানি দেয় না স্বপ্নাতুর চোখ ভীষণ অসম্ভব
দিনে দিনে যেনো যাচ্ছে ফুরিয়ে আমাদেরই চিত্তবৈভব

বাংলাভাষীর কাছে বাংলাই আজ নির্বাসিত
বরকতের রক্তেমাখা শার্ট আজ কাউকেই করে না মথিত
এই বাংলার নফর কবির হৃদয় তাই খুবই ব্যথিত
ভাষার মাসেও খড়্গ দাগায় সাতান্ন ধারা
য পলায়তি স জীবতি মন্ত্রে মুগ্ধ মানুষেরা তাই বড্ডবেশি শিকড়ছাড়া
ঘরকে পর ভেবে বিদেশী কুকুরকে ঠাকুর ভেবে গড়ছি বেগমপাড়া
দেহ ছিন্নভিন্ন হবার ভয় আমাদেরকে এখনো করছে তাড়া
গুমখুন আর ক্রসফায়ারে সন্তান হারানোর শোকে জাতি পাগলপারা
আমাদের নির্ঘুম রাতে বুকেপিঠে বন্দুক এখনো করা আছে তাক
মুক্তচিন্তার দায়ে দেখি মরলো কারাগারে লেখক মুশতাক
রাষ্ট্র মাপছে জিডিপি,
আমরা মাপছি জীবনের ক্ষয়ক্ষতি
কমছে পিপিপি
ভেতরে রক্তক্ষয় হলেও বাহিরে নির্বাক
দেশে ভাষার মাসেও থামছে না জোয়ার
সবশোক ভুলে থাকার দিচ্ছে ছবক
বলছে এটাই হচ্ছে উন্নতি
সত্যিটা বলছে না কেউ, বলছি আমরা যারা আহাম্মক
দেশ আজ সর্বনেশে আধার করা বিষের হাড়ি
সালাম, রফিক, বরকত শফি দিলো জীবনের মায়া ছাড়ি
না বুঝে নিজের লাভক্ষতি
ভাষার মাসে ভাষাহীন কেনো আমরা,
দেশবাসী আজ বিষবাস্প কারাগারে
স্বাধীন দেশে পরাধীন জাতি থাকে উৎকণ্ঠায়,

কখন জানি প্রাণ যায়
উর্দিপরা র‍্যাব-পুলিশের তথাকথিত স্বকপোলকল্পিত
এনকাউন্টারে
খুলি উড়ে যায়,
বুকপিঠ হয় ঝাঝরা
প্রাণহীন দেহটা হয় পদদলিত

একুশে ফেব্রুয়ারি উনিশ শত বায়ান্নোতে বরকতেরা রক্ত দিলো দুপুরবেলার অক্ত
সাতান্ন ধারায় মাজা ভেঙ্গে গেছে হয় নি আজো শক্ত
তেরোশতো নদীর দেশে আজও ভাসছে দেখো শহীদ কমলার রক্ত
রক্তেমাখা স্বদেশ আমার সোনার চে' খাটি
এই দেশেই পাতিবো শেষশয়ন,
জুটে যদি একমুঠো মাটি
জন্মভূমির অমৃতরস করিবো পান
মুদিলে দুই নয়ন
প্রাণেতে মিলিয়ে প্রাণ

 

সাইফুর রহমান কায়েস
প্রধান সম্পাদক
শব্দকথা টোয়েন্টিফোর ডটকম

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top