সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


মরছে মানুষ : পরমার্থ বন্দ্যোপাধ্যায়


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:৩২

আপডেট:
৭ মে ২০২৪ ১৫:২৫


মরছে মানুষ, কীটের মতন যত;
ফুটছে লাভা, জ্বলছে আগুন কত;
লাশের না দেশ, না জাত ধর্ম-কথা,
শুধুই বিচার, সংখ্যাতত্ত্বে গাঁথা।
ইউক্রেন, রুশ কিম্বা ন্যাটো সেনা;
লড়ছে, শ্রমিক সৈন্যরা আনমনা।
মারছে রকেট, খাচ্ছে বুলেট বুকে;
ওদের তবু কসাই ভাবার কারণ?
ওরাই কি চায় খেলতে খুনের হোলি?
ঘাতক সেনাও কাউকে ভালোবাসেন।
কেউ মরেছে, সে জহ্লাদেরই প্রেমে।
মারছে যে’জন, তাদের যিনি প্রিয়া;
তিনিই আবার স্বজনহারা নারী।
ওদের কেউ প্রশ্ন করছে না তো!
বারুদ না কি গোলাপ চাইছে ওরা?
বারুদ না কি গোলাপ চাইছে ওরা?


পরমার্থ বন্দ্যোপাধ্যায়
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top