সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অসমাপ্ত প্রিয় : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ২১:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৭:৪৪

ছবিঃ রোজীনা পারভীন বনানী

 

শত শত আলোকবর্ষ পেরিয়ে 
অনেক রতিক্লান্ত ঝড় শেষে 
অবশেষে 
তুমি এলে!

মনে হলো যেন অস্তমিত সূর্য,
বিদায়বেলায় রক্তিম  অনুরাগে 
পৃথিবীকে দিতে শেষ চুম্বন....
অসমাপ্ত প্রিয় আমার,
তাবৎ সংস্কার ভুলে 
তুমি কি রাখবে হাত আমার অসুস্থ কপালে?
ফিরিয়ে কি দেবে একবার 
সেই মূহুর্ত, সেই ক্ষণকাল.....
চন্দ্রালোকিত রাত
সারি সারি দুধ সাদা  ইউক্যালিপ্টাস 
মহুয়ার গন্ধে মাতাল বাতাস
আমাদের শরীর চুঁইয়ে নামা
জ্যোৎস্নার ধারাপাত .....

তুমি কি রাখবে কপালে তোমার দুহাত?
এই বয়সে যে কোন  অসুস্থতাই মৃত্যু টেনে আনে,
যেন বেঁচে থাকার আর নেই কোন মানে !

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top