সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


শিরোনামহীন মন-কথন : অমিতা মজুমদার


প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ০৩:৫১

আপডেট:
৬ মে ২০২৪ ০০:২১

 

অভ্যাসের মোড়কে গুটি-সুটি মেরে পড়ে থাকা অভ্যস্ত জীবনেও,
রয়ে যায় একটা ছোট্ট জানালা।
সে জানালার গরাদের ফাঁক গলিয়ে ঢুকে পড়ে,
ফেলে আসা কিছু স্মৃতির টুকরো।
সেখানে দেখা যায় আজকের বার্ধক্যে ন্যুব্জ মায়ের মুখে,
যৌবনের উচ্ছ্বাস।
শক্ত সমর্থ একজন বাবা থাকেন সেখানে,
যিনিও আজ সময়ের ছোবলে শুধুই ঝাপসা স্মৃতি।
স্নেহ মায়ায় জড়ানো এক সংসারের উজ্জ্বল ছবি,
যেখানে থাকে একসাথে বেড়ে ওঠা অনেকগুলো মুখের যাতায়াত।
যারা ভাই-বোন ,কাকা-জ্যাঠা,পিসি-মাসি নামক,
সম্পর্কের নানা নামে পরিচিত।
শরীরে মনে বেড়ে ওঠার সাথে সাথে আলগা হতে থাকে এই সম্পর্কের বাঁধন,
নিজেকে খুঁজে পায় অন্য এক ঠিকানায়।
যা একান্তই তার নিজের বলে জানে,
এই জানাকেই জীবনের সার সত্য মেনে গড়ে তোলে অভ্যাসের ইমারত।
একসময় সে ইমারতেও ধ্বস নামে,
ইট বালি সম ছেলে-মেয়েরা ছিটকে পড়ে এখানে ওখানে।
পড়ে থাকা ভগ্নস্তূপে কিছুদিন জ্বলে টিমটিমে আলো,
তারপর একসময় নেমে আসে অন্ধকার।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top