সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ছেঁড়া কবিতা : কাজী মাহমুদুর রহমান


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:৩০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৪:১৮

 

সেই কবে কাল থেকে আমাদের গোপন পাঠশালায়,
খেলা খেলা পাঠশালা, তোমার শরীরি মুদ্রায় শিখেছিলাম অ আ বর্নমালা পাঠ
ছুটির ঘন্টা কালে গান গেয়েছিলাম সুরেলা নামতার ধারাপাত।

যখন যৌবন, ওষ্ঠের উষ্ণতা থেকে নাভীমূলে শিহরিত রক্তের গর্জন
তখন তুমি যেন জোছনালোকে এক অপরূপা বৃক্ষ চন্দন।
আয় আয় ডালপালা মেলে
তুমিই আমাকে প্রথম শেখালে --
কাউকে ভালোবাসলে
শুধু বৃক্ষ নয়,তার দুটি চোখ খুঁজে নিতে হয়
চোখে চোখ রেখে তার হৃদয় ছুঁয়ে নিতে হয়।

তুমিই শেখালে কোন চাহনিতে রাগ -অনুরাগ
কোন চাহনিতে বিস্ময়, বিরাগ
কোন চাহনি কাছে ডাকে ইশারায়
কোন চাহনিতে অভিমানে দূরে সরে যায়
কোন চাহনিতে দুটি চোখ দিঘি থেকে নদী হয়
শুধু প্রবল স্রোতে দুই কুল জুড়ে ভাঙনের শব্দ শোনা যায়।

কিন্তু...কিন্তু...
তুমি কখনো শেখাওনি কোন নদী কী ভাষায় কথা কয়
কোন প্রান্তরে দাবদাহ, কোন মেঘের মাদল বৃষ্টি কোন সুরে গান গায়!

তুমি শেখাওনি সবুজ পানাপুকুরে, কী করে
মাছের মতো ডুব সাঁতারে
শাপলা শালুক তুলতে হয়
ঘাটের কিনারে বুড়বুড়ি কেটে কোনো সুকুমারীর বাসন মাজার ছন্দে তার আধডোবা পায়ের নূপুরে জলতরঙ্গ বাজাতে হয়।
শুধু চন্দনগন্ধ নয়, বসরাই গোলাপ নয়, জলে ভাসা কচুরিপানার ফুলকেও কখনো সখনো ভালোবাসা দিতে সাধ হয়।

কিন্তু তুমি কিচ্ছু জানো না...
কিছুই বোঝো না...
হে মোহিনী, স্বেচ্ছাচারী স্বৈরিনী, তুমি দূরে সরো,
তোমার পুরনো চোখ,তোমার বাকল মুখ দেখতে চাই না আর।


কাজী মাহমুদুর রহমান
লেখক, কবি ও অবসরপ্রাপ্ত উর্ধতন বেতার কর্মকর্তা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top