সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


তুমি : মালিহা পারভীন


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০১:১৬

আপডেট:
২ মে ২০২৪ ১৫:১০

 

কোথাও থামতে ইচ্ছে করে
গন্তব্যহীন গন্তব্য হ'তে ইচ্ছে করে।
ইচ্ছে করে ধূলি হ'তে অচিন পথের,
ইচ্ছে করে ভেসে যেতে ইচ্ছে রথে।

ইচ্ছে করে রাতের নির্জনতা ভাঙি মত্ত কোলাহলে
বৃষ্টি হয়ে বৃষ্টিতে ভিজি গোপন গভীরে।
নির্জনতা বিক্রি করি কোলাহল হাটে,
ইচ্ছে করে ভাংগি শুন্যতার দেয়াল পুর্ণ প্রানে।

ঠিকানা না জেনেও খুঁজি অজানা ঠিকানা
গন্তব্য জানা নেই, তবু চলি পথ।
নিজেকে দেখবো বলে তাকাই তোমার চোখে
কোথাও যাব বলে ইচ্ছে করে ধরি তোমার হাত
কোথাও থামবো বলে দিনশেষে
তোমাকে চাই --

শুধু জানা নেই সেই তুমি কে!!

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top