সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ভূমিশয্যা : শাহনাজ পারভীন


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০৩:৩১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৩:২০

 

জীবনটা আসলে হাঁটতে হাঁটতেই মূহুর্ত হয়ে যায়।

শান্ত পুকুরটি যদি শুনশান ঘুমিয়েই উদার, নির্জীব হয় নিদাঘ দুপুরে
দীর্ঘ খেলার মাঠে খেলোয়াড়বিহীন বিহ্বল বাতাস যদি হু হু করে কাঁদে
'ঠগ বাছতে গাঁ উজাড়' যদি সত্যি হয়ে যায় কোনোদিন মিথ
এই বাংলার হাটে মাঠে কোলাহল থেমে গিয়ে কোমল কান্নায় ভাঙে যদি বিকেলের বুক
ক্রেডিট রেটিং যদি পারদের রং গিলে নীরবেই ওঠানামা করে দিনরাত
তবে আমি ভূমিশয্যা নিবো সেই দিন।

নেতাজী সুভাষ চন্দ্র বসু, জহির রায়হানের মতো মুহূর্ত হয়ে যায় প্রিয় কিছু মুখ
বন্ধকী আত্মা যখন বিবেকে বিদ্ধ হয়ে নিলামে উঠায় রোজ তারস্মরে হায়!
চৌরাস্তার ঘেঁয়ো কুকুরগুলো যদি কার্তিকের প্রমত্ততায় ভেসে যায় রাত্রির নিস্তব্ধ প্রহরীর কাল
তখন বুকের গভীরে সুর তোলে সেই বিখ্যাত তান-
'আমি কঠিনেরে ভালোবাসিলাম, যে কখনো করে না বঞ্চনা'।

মস্তিষ্কের সেলগুলো ক্লান্ত হয়ে যদি অচল অসুস্থ হয়
বিপ্লব থেমে যেয়ে সমস্ত পৃথিবী যদি অথর্ব উল্লাস করে
সাম্যের অধিকার ক্ষুন্ন ব্যথায়- যদি কলঙ্কিত মানবতা ধুলোয় লুটায়
ধরিত্রীর এমন অযাচিত গ্লাণিতে হাসিমুখে ভূমিশয্যা নিতে হয় জানি।

বসন্ত শুকিয়ে গেলে বৃক্ষের পাতাঝরা কান্নায়
উর্বর ভূমিগুলো সমুদ্রে হারিয়ে গেলে উষর ছায়ায়
চালতার সবুজ যদি রংহীন হয় কোনো বারুণীর ঘাসে
হেমন্তের ছাতিম যদি দূর প্রতীচীর দেশে তার সুগন্ধ হারায়
তবে আমিও ভূমিশয্যা নেবো এই মাটির গভীরে তখন খুশিমনে জেনো।

যে দেশে বসন্ত নেই, ফুলের গন্ধ নেই, বৃক্ষের সবুজ নেই, নরম ঔদার্য নেই আকাশের নীলে, মেঘ, বৃষ্টি, রোদে
সংঘাত, সংঘর্ষে রক্ত গড়িয়ে পড়ে শিউলি বোঁটায়
প্রেমের বিপরীতে হৃদয়ে হৃদয়ে জ্বলে হিংসার কঠিন অনল
সেখানে কী সূচিত হবে কাব্যিক সুতোর কোনো প্রতিবাদী স্বর; অমূল্য অক্ষর কোনো!
প্রতিবাদহীন কবিতাবিহীন এই কবি ভূমিশয্যা নেবে সেই দিন।

 

ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক, অধ্যক্ষ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top