সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


সেই মেয়েটির স্মৃতির খেলা : মালিহা পারভীন


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২২ ০২:৪৭

আপডেট:
২ মে ২০২৪ ০৪:২২

 

মেঘলা দিনের জলের ধারায় রুপকথাদিন গল্প শোনা,
লুকিয়ে থাকে মেঘের ভেতর সেই মেয়েটির স্মৃতির কণা।

এমন দিনে ভিজেছিল সেই মেয়েটির গোপন চিঠি, পুকুর পাড়ে অপেক্ষাতে কেটেছিল একলা তিথি।
দমকা হাওয়ায় আঁচল উড়ে, কদম ভিজে বুকে,
সেই মেয়েটির চোখের পাতায় কাঁপন লাগে সুখে।

কেটেছিল অপেক্ষাতে সেদিন সন্ধ্যা বেলা, ভাসিয়েছিল সেই মেয়েটি স্বপ্ন সুখের ভেলা।

বৃষ্টি পরে সারাবেলা,
কণায় কণায় স্মৃতির খেলা।
কিশোর বেলা লুকিয়ে থাকে
সেই চিঠিটির ভেজা ভাঁজে--


সন্ধ্যা নামে, বৃষ্টি থামে
চোখে শ্রাবন ধারা -
শুন্য পথে দু'চোখ ভিজে
সেই মেয়েটি কি যে খোঁজে!

আজ দুপুরের বৃষ্টি বেলা
আজ মেয়েটির স্মৃতির খেলা ।

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top