সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বুনোজল : শাহনাজ পারভীন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২২ ০২:৩০

আপডেট:
২ মে ২০২৪ ১২:৫৯

 

ডিমভরা মাছগুলো সরীসৃপ খালে করে খেলা-
অথচ পড়েনি জাল, জেলেহীন জলকেলি বেলা।
বাঘের থাবার ভয়ে ভীরুপায়ে মধুবউ ঘোরে মধুবন-
মন তার বেহুলার ভেলা এক পতির ব্যথায় টনটন।

স্বামী তার সোনামুগ, শিমফুল, মাঠ ভরা পউস ফসল--
মৌসুমে আসে কাছে, জানে না বারমাসি- ব্যথা টলমল।
গভীর সমুদ্রে নাও, বোঝে না সরিষার হলুদ লগন--
মন যেন উড়োপাখি! ঘুমঘোরে তন্ময়-নীলচে গগন।

বুনোজলে তান দেখে মন তার হয় উচাটন--
দেহের কোটরে কাঁপন, শীত মাখা রাত কনকন।
ও সখী বল্ না আমায়, মন কেনো বুনোজল মাখে--
ফড়িং, হট্টিটি, লালঠোঁট মাছরাঙা চোখে চোখে রাখে!

বুনোজেলে, মউওয়ালী, ঘ্রাণমাখা, বনজুড়ে ঘোর
কেনো সে আসে না ঘরে? বুনোজলে ভাসে মনচোর!

খুলনা, নতুন রাস্তা, বাসযাত্রায়।

 

ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক, অধ্যক্ষ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top