সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


আরো খানিকটা জীবন : মালিহা পারভীন


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ১৮:৪৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৮:৫১

 

এমন অধীর অপেক্ষায় থাক
এমন সর্বনাশী তোমার ডাক
উপেক্ষা করি, অবজ্ঞা করি -
তবু এক পা দুপা করে এগোই তোমার দিকে।

ঝাপ্সা চোখ, চুলের পাক, ত্বকের ভাঁজ ,
হাসি কান্না, পাওয়া না পাওয়া ,
বুকের ব্যথায় , স্মৃতি বিভ্রমে
ঘুম জাগরনে, মধ্য রাতে
হে মৃত্যু -
শুনি তোমার নিত্য কড়া নাড়া ।

তোমাকে ফিরাবো বলে মাইল মাইল হাঁটি
অশুধ পথ্যে মনোযোগী হই ,
আয়ুস্মান হবার প্রার্থনায় মাতি,
তুমি দাঁড়িয়ে থাকো তবু পথের শেষে।

আংগুলের ফাঁকে সময় গিয়েছে চলে,
দাঁড়িয়েছি জীবনের শেষ স্টেশনে,
কিছু বুঝেছি, কিছু বুঝতেও চাইনি,
শোধ করিনি পৃথিবীর বহু ঋণ।

আকাশ - জল - মাটির কাছে যা কিছু নিয়েছি,
জন্ম দায়, স্নেহ, ভালবাসা, অমৃত প্রেম,
স্বজন, বন্ধু, সংসার, মোহ, শোভিত বৃক্ষ --
সবাইকে দেয়ার বাকি আছে এখনো ঢের ।

খুচরো পয়সার মতন দু একটা স্বপ্ন এখনও আঁচলে রেখেছি বেঁধে,
হৃদ অলিন্দে এখনো করি অলিক আশার বাস,
এখনো চাষ করি মানবিক বীজ অখিল ভুবনে।

ক্রুশবিদ্ধ সময় ছটফট করে
ছায়ার মতন থাকে মিশে,
আলিংগন উন্মুখ মৃত্যু জড়িয়ে ধরে,
অসুখে অচল জীর্ণ কোষে কোষে ।

অবহেলায় ফিরাই তোমায়
আকুল হয়ে তবু তুমি ডাক বারবার।
সকাল- রাত, অবসরে - কাজে
হে মৃত্যু বন্ধু হয়ে থাক পাশে।

কেন যে চোখ যায় ভিজে
আহা বেঁচে থাকা, আহা মায়া !
অমোঘ মৃত্যুর দুয়ারে এসেও বলি
ভালবাসি জীবন।

জীবন আলিঙ্গনে জড়াতে চাই আরো খানিকটা জীবন।

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top