সিডনী সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১


প্রতিবাদ : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৫

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৫ ১৯:৫৩

 

জীবনকে প্রত্যাখান করে প্রতিবাদের ইতিহাস গড়ল সে।
এতো এতো আয়োজন, উন্নয়নের ঝলক
সবটা ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে
আগুনে ঝলসে গেল আঠারো কোটি জনসংখ্যার দেশে
একজন প্রতিবাদী মানুষ।
যখন নীল নক্সা রচিত হয়,
কে কার ঘাড়ে দোষ চাপাবে তারই ছক আঁকে
ঠিক তখন জীবনকে নিক্ষেপ করে
নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গনে
লজ্জিত করতে চেয়েছিল আমার মানব সত্তাকে।
একদলা থুথু কি শূন্যে ছুঁড়ে দিয়েছিল
আঠারো কোটি জনসংখ্যা নামক কীটপতঙ্গের উদ্দেশ্যে?
দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মাঝে
বারবি কিউ হওয়া মানুষের লাশে
আমার মানব সত্তা লজ্জিত হয় না,
জাগ্রত হয় না মনুষ্যত্ব।
শুধু একদলা থুথু অনুভব করি আমার সারা অবয়ব জুড়ে।
আপনিও কি এই ঘৃনার থুথু অনুভব করেন আপনার মুখমন্ডলে?

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top