সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


নৈঃশব্দ্যে পদচারণ: কণিকা দাস


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০১৯ ১৫:৩৩

আপডেট:
১৫ এপ্রিল ২০২০ ০২:০৯


সারারাত ধরে নগ্ন চোখে শূন্যতার আলপনা
অন্ধকারে আতিপাতি স্মৃতির জানালা
খুব কি বেশি চাওয়া হয়ে গিয়েছিল
নাকি নিখাদ কল্পনার মায়াজাল বোনা!

সারারাত ধরে শুধু দুঃস্বপ্নরা ভিড় করে
দু'চোখের পাতায় জোড়া শালিক
তবু কোন ভালো সময় খুঁজে পাইনা
রাত জানে অসহায় প্রত্যাশার ব্যর্থ দীর্ঘশ্বাস।

জীবনভর দিয়েই গেলাম দুহাত ঢেলে
আশাহত মুসাফির এক পথে পথে যাপন
কত রাত নগ্ন চোখে, বৃষ্টিরাও তখন ব্রাত্য
কত রাত নিঃশব্দ ঝর্ণাধারা দু'চোখে নিয়ত।

ঘুমবিহীন রাত পাথরের বুকে স্বপ্নে লিখি নাম
তুমি আমি নাকি অন্য কেউ-- হিসেব অমিল
গড়পড়তা হিসেবের খাতায় তুমিই লাভবান
গোজামিলে মেলানো আমার সকাল থেকে রাত।

কথা দিয়ে কে রাখেনি কথা সে দায় কি আমার?
মিলাতে পারিনা জীবনের অঙ্ক বিষাদ করে ভিড়
তবু বারবার মন ছুটে যায় না পাওয়া সময়ের কাছে
প্রত্যাঘাতে ফিরে আসে রাত জাগা খবর নিয়ে।

 

কণিকা দাস
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top