সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


অমরত্বে বঙ্গবন্ধু: এনামুল হক টগর


প্রকাশিত:
১ জুলাই ২০১৯ ১৯:১৫

আপডেট:
১৫ এপ্রিল ২০২০ ০২:৪৯


তোমরা ভাবছো আমি মরে গেছি!
দেশপ্রেমিকরা কি কখনো মরে যায় ?
প্রিয় জাতি,প্রিয়তম বাঙ্গালি বন্ধুরা আমার।
আমি প্রতিদিন তোমাদেরকে দেখি আর অনুভব উপলব্ধি করি!
এখন জীবনযাত্রায় তোমাদের দীর্ঘ সময় জুড়ে কর্ম
জাগিয়ে তোল বিশাল সবুজ প্রকৃতির মতো সজিব।
শ্যামল ভূমিতে শস্যের আবাদ করো বাঁচার অধিকার
আমার সংগ্রাম আজো তোমাদের সাথে আছে দৃপ্তময়!
উত্তাল ফসলের খামার আর সোনালি শস্যের মাঠ দৃঢ়।
আমি প্রতিদিন তোমাদের নতুন চেতনায় জেগে উঠি
আমি প্রতিরাতে তোমাদের স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ি
আমার রক্তের শেকড়ে ঈসা খাঁ তিতুমীরের দেশপ্রেম।
আমি বাংলার রাখাল রাজা বলছি-
ওই যে পবিত্র মাটি তাঁর দিকে তাকাও 
সে বলে সত্য কথা!
তাঁর সাথে আমার দেহ মিশে আছে সজিব।
ওই যে প্রবাহমান নদী তাঁর দিকে তাকও
সে বলে সত্য কথা!
তাঁর সাথে আমার রক্ত মিশে আছে বিদগ্ধ চেতনা,
তোমরা ভাবছো আমি মরে গেছি
দেশপ্রেমিকরা কি কখনো মরে যায় ?
আমি কখনো ক্ষত-বিক্ষত সূর্যদীঘল নদীর 
পার ভাঙা তীরে দাঁড়িয়ে নতুন নির্মাণ চেতনায় 
অবারিত জীবনের রঙে নির্ভরতার সম্ভাবনা জাগাই
আর তোমাদের ডাকি, তোমরা জেগে ওঠো
শ্রমবান মজুরের স্বপ্ন শ্যামলিমা এই মাটিতে দিওয়ানা!
কিন্তু কখনো দিন কখনো রাত এই স্বাধীন দেশে ব্যথা
আহত সংঘাতময় শুধু শুধু রক্ত ঝরে মৃত্যু আর মৃত্যু,
পেছনে অন্ধকার দুখিনী এক মা আমাকে ডাকে শোন
সে যে সভ্যতা ইতিহাস দিয়েছিল
তাও শত্রুরা বদলে দিতে চেয়েছিল সময়ে বার বার।
তোমাদের মানবিক অধিকার ফিরিয়ে আনো শিঘ্রই
সামনে মুক্ত দিন চেতনার নতুন আলো-
আমি হেঁটে যাবো তোমাদের সাথে মহা-সাম্যের বিপ্লবী
দেশপ্রেমের তরবারি অগ্নিশিখা অগ্নিবাঁশি হাতে সাহসী
জেগে উঠবো নব নব চেতনায় সংস্কার কল্যাণ সেবায়। 
আমি স্বাধীনতার মহানায়ক বলছি-
জটিল কালো কালো শত্রু জালে ছেয়ে যাচ্ছিলো দেশ
আর ঘিরে ধরছিলো শত শত স্বাধীনতা বিরোধী ঘাতক
কিন্তু সময় ও মহাকাল দেশপ্রেমের সাথে আছে বিদগ্ধ।
তবুও শ্রমিকের স্বপ্ন বহুবার ভেঙ্গে ভেঙ্গে হয়েছে চুরমার
বসন্ত দক্ষিণ হাওয়া কাঁদে জানালার ফাঁকে বেদনায়
সূর্যের আলোতে প্রভাতের মেঘ রঙ বদলায়
ইতিহাসের ঘাতক হেঁটে যায় আমাদের পথ দিয়ে ভয়ানক,
আমি জানি এই গ্রাম আর নগরের গভীর বেদনা ব্যথা।
ক্ষোভে কাঁদা শত শত গরিবের আশার সাধ ও বাসনা
বহমান নদীর মতো ভেসে যায় ক্লান্ত একা একা
কখনো ক্ষুধার্ত মানুষের জোয়ারে বিক্ষোভ দানা বাঁধে সংগ্রাম।
তাদের মলিন দেহে বিকীর্ণ বস্ত্র হারা বেদনায় বিধুঁর
যেন কালো রাত্রির অন্ধকারে দাঁড়িয়ে থাকে অসহায়
ক্ষুব্ধ জনতা আবার হাত উচায় নতুন অধিকার মিছিল
আমি তাদের সাথে হেঁটে যাই বার বার বহুবার
শত প্রতিবাদ সহস্র কণ্ঠের ধ্বনি নিয়ে দাবী
তোমরা ভাবছো আমি মরে গেছি!
দেশ প্রেমিকরা কি কখনো মরে যায় ?
আমি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বলছি-
ওই যে প্রকৃতি দিগন্ত তাঁর দিকে তাকাও
তাঁরা বলে সত্য কথা
তাঁর সাথে আমার স্মৃতি ইতিহাস মিশে আছে প্রেম
ওই যে সূর্য নক্ষত্র তাদের দিকে তাকাও
তাঁরা বলে সত্য কথা
তাদের সাথে আমার সংগ্রাম আন্দোলন মিশে আছে যৌবন,
তারপরও বার বার অগ্নিগর্ভ হয় আমার স্বদেশের রাজপথ,
লাল রক্তে লেখা হয় জীবনের কতো ইতিহাস মিছিল
দু’চোখে ক্ষুধা তাই আঁধার ফিরে ফিরে আসে বিভৎস 
আর ঘাতক শত্রুরা ছিঁড়ে ছিঁড়ে খেতে চায় দেশটা।
আমি দূর থেকে মানুষের রূপ ধরে দেখি-
ক্ষমতা বদলের সাথে সাথে দেশের সম্পদগুলো
নতুন করে হাত বদলায় আর বিদেশে পাচার হয়।
সাহায্যের নামে দেশ জুড়ে চলে লুটপাট উৎসব
এখনও গ্রাম ও নগরের অনুদান ঘরে অনাহারী মানুষের দীর্ঘ সারি-
আজও শাসকের বুকে মানব স্বভাব গড়ে ওঠেনি 
সবে মাত্র শুরু হয়েছে ডিজিটাল স্বদেশ নক্ষত্র 

দেশনেত্রীর মানবতা আর সভ্যতার কল্যাণ ও সেবা।
তোমরা ভালো হলে রাজপথে প্রতিনিয়ত
কেন নামবে মানুষের মিছিল ?
কেন থাকবে সমন্বয়হীন সংলাপ সংসদ
কেন সচেতন দেশপ্রেমিক নিরুপায়-
কেন প্রগতিশীল বাঁধাগ্রস্থ আমাদের দিনের পথ
কেন তত্ত্বজ্ঞানের গভীরে জীবনের ক্রন্দন ধ্বনি
লাল সূর্যকে ঢেকে দেয় মাদক ও জঙ্গির কালো কালো মেঘ !
আমার রক্তে গড়া এই সুন্দর সভ্য দেশের ভূমি ও রাস্তায়-
বিবর্তনের কালো টাকায় যারা গড়েছে বহুতল ইমারত
তাদের বিরুদ্ধে আমার সচেতন ও বাস্তবতার ন্যায় যুদ্ধ
আমি প্রতিবাদে হেঁটে যাবো তোমাদের সাথে মহাযোদ্ধা 
তোমরা ভাবছো আমি মরে গেছি!
আমি জাতির জনক বঙ্গবন্ধু বলছি-
ওই যে দরিদ্র ছাত্র শ্রমিক তাদের দিকে তাকাও
তাঁরা বলে সত্য কথা
তাদের শিরায় শিরায় মিশে আছে আমার রক্ত শ্রম 
ওই যে লাল সবুজ পতাকা তাঁর দিকে তাকাও
তিনি বলেন সত্য কথা 
তাঁর সাথে আমার তরুণ রক্তের রং মিশে আছে দৃপ্ত
ওই যে ফসলের মাঠ কিষাণ তাঁর দিকে তাকাও
তাঁরা বলে সত্য কথা!
তাঁর সাথে আমার জীবন স্বপ্ন মিশে আছে বিভোর
ওই যে আকাশ,বাতাস,পাখি,তাদের দিকে তাকও
তাঁরা বলে সত্য কথা!
তাদের সাথে আমার কবিতা গান মিশে আছে একতারা
তারপরও তোমরা খুঁজতে খুঁজতে অনাগত একদিন
আমাকে খুঁজে পাবে নতুন প্রজন্মের জ্ঞান প্রজ্ঞা ও নির্মাণে দক্ষ!
আমি তোমাদের সাথে ছিলাম,
আমি তোমাদের সাথে আছি তোমাদের সাথে থাকবো।
আমি আজন্ম শোষিতের পক্ষে বার বার লড়ে যাবো
তোমরা ভাবছো আমি মরে গেছি!
দেশপ্রেমিকরা কি কখনো মরে যায়? তাঁরাতো অমর ! 
প্রিয় জাতি প্রিয়তম বাঙ্গালি বন্ধুরা আমার।
ইতিহাস মনে রেখো। সময় ও মহাকালের সাথে আমি অমর।

 

এনামুল হক টগর
অধ্যক্ষ; সুমছুল হুদা ডিগ্রি অনার্স কলেজ, টেবুনিয়া, পাবনা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top