সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


আসে হেমন্ত এই বাংলায়: মিনা মাশরাফী


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ২৩:২৯

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:০৯

 

আসে হেমন্ত সূর্য উঠার স্নিগ্ধ ভোরে বুনো পাখীদের কলতানে,
আলোর সোহাগে মোরগ ডাকা প্রহর ঘড়ির উচ্চারনে...
রোদ ছিটানো হীরের দ্যূতি শিশির ভেজা ঘাসের ডগায়
কৃষান বধূর ধান ছড়ানো কলাই বিছানো সুবিশাল আঙ্গিনায়।
হেমন্ত আসে ঘন কুয়াশায় শীতের সকালে...
মিস্টি মধুর কিচির  মিচির গাছের ডালে।
উঠানে উনুন ঘিরে পিঠে খাওয়ার ধুম...
দু’হাতে কচলানো চোখে ঢুলুঢুলু ঘুম...
মায়ের গন্ধ মিশে খুঁজে পাই আদরের চুম।
আসে হেমন্ত, ঘরের চালে সুখের তানে বাকবাকুম
লাকড়ির উনুনে সিদ্ধ ধানের সুবাস কুসুম
হেমন্ত আসে, সন্ধা রাতে বনের ধারে চিকচিক জোনাকির ভিড়ে..
জোস্না হাসি ঠিকরে পড়ে বাঁশবাগানের চিকন পাতা চিরেচিরে..
হেমন্ত আসে চাঁদনী রাতে পুকুর জলে জোস্না মাখা দিঘির পাড়ে।

 

মিনা মাশরাফী
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top