সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


জীবনপ্রবাহ: টুটু রহমান


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৩

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:১৫

 

মিথ্যা আছে বলেই সত্যকে উপলব্ধি করা
পাপ আছে বলেই পূণ্যের জন্য আরাধনা
অপরাধ আছে বলেই ক্ষমা বিশেষ গুণ
অন্যায় আছে বলেই ন্যায়ের জন্য এতো যুদ্ধ
আঁধার আছে বলেই আলোর অস্তিত্ব বুঝি
মন্দ আছে বলেই ভালো হবার এতো প্রয়াস
অসুন্দর আছে বলেই সুন্দরের এতো পূজারী
দুঃখ আছে বলেই সুখের খোঁজে ছুটে চলা
দূষণ আছে বলেই শোধন করার এতো প্রক্রিয়া
নর আছে বলেই নারী সর্ব গুণে প্রস্ফুটিত
পরাজয় আছে বই জয়ের নেশা এতো প্রবল
ক্ষুদ্র আছে বলেই বিশালতাকে অনুভব করা
রাত আছে বলেই দিনের অপেক্ষায় থাকা
বেদনা আছে বলেই আনন্দ এতো মধুর হয়
আমাদের এ জীবনপ্রবাহ পূর্ণতায় ভরে উঠে
ধনাত্মক ও ঋণাত্মক প্রক্রিয়ার মেলবন্ধনে।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top