সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


কল্পনা : জেসমিন সুলতানা


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ০০:০০

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২৮

 

মনের  কল্পনাগুলো কেনো আমার,
কল্পনাই রয়ে যায়!!! 
পাথর এ মন কেনো যে-
বার বার মন হারায়। 
আমার  গল্প অার কবিতা, 
বারে বারে ভাষা হারায় -
অার তোমার কথাগুলো,
আমায় ভাবায়!!! 
সব  ল্পনাগুলো কেনো আমার, 
কল্পনাই  রয়ে যায়!! 
হ্যাঁ, অনেক আশার বাণী,

আজো আমার  মনকে তাড়ায়। 
কোন  এক দিনে সুখ- কল্পনা এসেছিলো- 
যা  কল্পনা রয়ে গেলো.... 
মনের  আকাশে অনেক মেঘ জমে যায়। 
আর  বৃষ্টি হয়ে দুঃখের কল্পনাগুলো ঝরে যায়। 
জীবনের  কবিতা-গল্প সবই,
সত্য-মিথ্যার বেড়াজাল। 

ন ও মনের মায়াজাল!!!
তবু কেনো যে পাথর এ মন,
বারে বারে মন হারায়।
মনের কল্পনাগুলো আমার, 
কল্পনাই রয়ে যায় ... 
কল্পনাই রয়ে যায়....।

 

জেসমিন সুলতানা
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top