সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


শকুন থেকে : টুটু রহমান


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ০০:০১

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২৬

 

শস্য শ্যামল সবুজ বাংলাদেশ
ছিলো এক ফলবতী সবুজ বৃক্ষ
যা ফলে ফুলে শাখা প্রশাখায়
কচি পত্র পল্লবে আচ্ছাদিত 
অপরূপ সৌন্দর্য্যের বৃক্ষদেবী

বর্তমানে বাংলাদেশ যেন এক
ফুলফলহীন বিবর্ণ হলুদ পাতায়
মোড়ানো এবং কীটে আক্রান্ত 
বাকল খসে যাওয়া পড়ন্ত বৃক্ষ, 
দায়িত্বে নিয়োজিত সকলে আজ
দেশটির আপাদমস্তক খুবলে 
খামছে শোষণ করে যাচ্ছে কেউ 
নেই এঁকে বাঁচানোর শকুন থেকে, 
দেশ আজ বড়ই একা নিঃসঙ্গ
যেন প্রৌঢ়ত্বে অসহায় নিঃস্ব মানুষ।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top