সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


কবিতা: আজও তোমায় দেখি : মৌরুসি মঞ্জুসা


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ২১:১৪

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২১

 

এই তো ক'দিন আগে
হিসেবের খাতা করেছি বন্ধ!
ঠিক-ভুলের মাপকাঠিকেও
দিয়েছি চিরনির্বাসনে;
ছুঁড়ে ফেলেছি আবেগ,
উৎকণ্ঠা আর অনুভূতিগুলোকে-
ঠিক যেমন এতকাল ধরে
"তুমি" বিষয়ক কবিতা লিখতে গিয়ে
বহুবার ছুঁড়ে ফেলতে হয়েছে
অপরিণত অক্ষরে ভরা কাগজগুলোকে।

তবুও তোমায় দেখতে পাই!
সিক্ত চোখে আয়নায় আমায়
এক ফোঁটা মায়াবীও কি লাগে?
কৌতূহলে তাকালে-একি-
এ যে তোমার ছায়া, আমার প্রতিবিম্বে!
ভুলে ভরা কবিতার আর্তনাদে,
অতিষ্ঠ-কাতর অক্ষরগুলো 
ডুকরে ডুকরে কেঁদে ওঠে;
তারা "আমি" হয়ে রচনা করে
বেদনার অঝোর পংক্তি! 
আবার "তুমি" হয়ে তারা
হেসে খেলে গেয়ে ওঠে।
রিমঝিম ধারার শব্দ কোনমতেই 
আর আমার কানে আসে না,
দেখতে পাইনা কোনো বৃষ্টিকণা;
দেখি শুধু তোমাকে-
যেন আঙিনায় পড়ছো লুটিয়ে,
সরলরেখায়; তীর্যকেও!
বৃষ্টিকে ছুঁয়ে দিলে মনে হয়-
ছুঁয়েছি তোমার শরীর, 
তা না হলে আবার 
এমন কম্পিত হয়ে ছিটকে পড়ি! 

জানি,ভ্রুক্ষেপ তোমার নেই।
কেন জানি না,আজও তোমায় দেখি!
পরশুও দেখেছি,আগামীকালও দেখবো।
তুমি লুকিয়ে থাকো একশো বছরের পুরনো
সেই বট গাছের পেছনে,
আমি গেলেই শুধু উঁকি দিয়ে যাও,
তাই না?
দেখি তোমায় মধ্যযুগীয় কাব্যের মাঝেও।

আকাশ নীলে মেঘেরাও 
ছলনায় নেয় তোমার প্রতিকৃতি।
আনাচে কানাচে এখানে ওখানে -
সবখানে তোমায় দেখি;
হঠাৎ করেই আগন্তুকের মুখটা
ঠিক তোমার মতো হয়ে যায়-
এ কেমন ভ্রম আমার!
আমার পৃথিবীতে বোধ হয়
কেউ নেই তুমি ছাড়া, 
তাইতো তোমায় দেখি,
রোজ দেখি,নিয়ম করে দেখি,

অবাক হয়ে দেখি,মুগ্ধ হয়ে দেখি-
দেখি এমনভাবে-যেন
আর কখনো দেখবো না!
কিন্তু আমায় তুমি দেখো না,
তোমার সামনে থেকেও
আমি থেকে যাই
তোমার দৃষ্টির অগোচরে;
আবার আমি তোমায় না দেখেও
বারবার দেখে ফেলি,
না শুনেও শুনে ফেলি শত সহস্রবার!
আমি তো দেখতেই চাই তোমায়!
জীবনের কাছে ভিক্ষে চাই
অনন্ত ব্যাপ্তি-
শুধু লক্ষ কোটি বার 
তোমাকে দেখার জন্য......

 

মৌরুসি মঞ্জুসা
কবি ও ছাত্রী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top