সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


নদী ও মানুষ : টুটু রহমান


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ২২:২৯

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:১৫

 

নদী উৎস থেকে ঘাত প্রতিঘাত সয়ে শেষ গন্তব্য
সাগরে মিশে,
ঠিক তেমনি একটি মানুষ শৈশব কৈশোর তারুণ্য বার্ধক্য পেড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করে।
এটাই কি নদী ও মানুষের লক্ষ্য?
এই যাত্রা পথে নদী প্রাণের সঞ্চার ঘটায়,
সভ্যতার বিকাশে ভূমিকা রাখে,
মানুষের যাতায়াত ও পরিবহনকে সহজ করে,

কৃষির উন্নয়নে সহায়তা করে থাকে।
আবার দুর্ভোগেরও কারণ হয়ে দাঁড়ায়।
তদ্রূপ মানুষও স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে।
তার স্বপ্ন এমনভাবে বিস্তৃত হয় যে সে তার বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে সভ্যতার বিকাশে নব নব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মানুষ ও পরিবেশের কল্যাণে জীবনকে উৎসর্গ করে।
আবার এই মানুষের নীতি নৈতিকতা ও মূল্যবোধের স্খলনে পরিবেশ ও মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ।

নদী যা করে তা প্রাকৃতিক নিয়মেই করে তার নিজস্বতা বলতে কিছু নেই,
কিন্তু মানুষ তো বিবেক বুদ্ধিসম্পন্ন,
তাহলে কেন আজ মানুষ সভ্যতার পরিপন্থি কাজে নিজেকে জড়ায় ?
লোভ ক্ষমতা ও শ্রেণি বৈষম্যই কি এর অন্যতম কারণ,
নাকি বুদ্ধি বিবেক লোপ পেলো?

 

টুটু রহমান (সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন)

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top