সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


হৃদয়ে মুজিব তুমি স্মৃতির মিনার : মিনা আশারাফী


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ২২:২০

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:০৮

 

বাংলাদেশের লাল সবুজ পতাকার নাম শেখ মুজিব
বাঙ্গালীর অন্তরভুমি জুড়ে তুমি আছ চিরন্তন সজীব।
১৫ আগষ্ঠ বোবা কান্নার স্তম্ভিত স্মৃতি.. শোকাহত বেদনার দিন!
কিভাবে সইবো এই শোক- কিভাবে শুধিবো এই ঋন.. .. ?
কালজয়ী শ্রেষ্ঠ বাঙ্গালী তুমি ...
মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা স্বাধীন জন্মভূমি ।
৭ মার্চে তোমার বলিষ্ঠ আহবান.. পাক হানাদার রুখতে হবে”
অস্ত্রবিহীন শক্তি দিয়ে যার যা আছে হাতে..!
মন্ত্রমুগ্ধ চেতনার উত্তাল স্রোতে ..
সংগ্রামী জনতার ঢেউ নিরস্ত্র যুদ্ধে নেমে আসে।।
তর্জনী উঁচিয়ে গর্জে উঠেছিলে বলতে কথা জনতার
দরাজ কন্ঠে বীরের দর্পে উচ্চকিত শুদ্ধ মানবতার..।
স্বপ্ন ছিল ‘স্বাধীনতা’-- লাল সবুজে আঁকা পতাকার..
ভয় করনিক রক্তচক্ষু- বরন করেছ কারাগার ।।
লৌহমানব তুমি..সংগ্রামী জনতার প্রানীত ধ্বনি..
বটবৃক্ষের ছায়ার মত বুক পেতে দিয়েছিলে..
মহানুভবতার বিশাল প্রসস্থ বুকের জমিনে..
স্বপ্নদ্রষ্টা ভালবাসা গাঁথা সমর্পিত জীবনে..।
জাতির জনক তুমি, তুমি যে মহান ‘স্বাধীনতা’।।
৭৫’ এর ১৫ আগষ্ঠ ঘন বর্ষার কৃষ্ণপক্ষ অন্ধকারে ..
জাতির পিতা ঘুমিয়ে ছিলেন নিমগ্নতার ঘোরে..
ছোট্ট রাসেল ঘুমে অচেতন মায়ের বুকের পরে
মেহেদি রাঙ্গা হাতে নববধূ-শেখ মনি,পরিবারের কতজন!
নির্ভরতার সুখেই ছিল ঘুমে অচেতন.. ..
বর্ষার ঘন অন্ধকার সেই কৃষ্ণপক্ষের রাত !
উদ্ধত ঘাতক সেনাদের বুটের আওয়াজ! কাল রাত্রির  আঁধারে
কুচক্রী ঘাতক সেনা দল, ধানমন্ডি ৩২ নম্বর রেখেছিল ঘিরে।।
হঠাৎ প্রতিটি জীবন্ত মানুষের ঘুমন্ত নীড়ে..
রক্তের হোলি খেলেছিল..ফট্ ফট্ বুলেট বিদ্ধ করে।
সিড়িতে নামতেই জাতির পিতার বুকে, বুলেট বৃষ্টি ছুড়ে দিল..
ঝাঁঝরা বুকের পাঁজর বেয়ে রক্তাক্ত সিড়ির পিচ্ছিল পথে..
তাজা রক্তের বন্যা বযে গেল.. ..
প্রিয় জনকের রক্তাক্ত নিথর দেহ সিড়িতেই ঢলে পড়ে..
অপশক্তির বারুদ বুলেট প্রান পাখি কেড়ে নিয়ে গেল।।
মানবিকতার কলুসিত ইতিহাস! ..পৃথিবীর বুকে বিস্মিত বিস্ময় !
রক্ত রাঙ্গা অম্লান এক রক্তিম সূর্য..অবিসম্বাদী নেতা শেখ মুজিব নিহত হয়!
স্মভিত বাংলার জল! মাটি, শ্যামল মাঠ সাগর, নদী বাতাস কাঁদে বিষন্নতায়..।।
স্মৃতির মিনার আজ তুমি ‘বাংলাদেশ’গভীর শ্রদ্ধা ভালবাসা ফুলে ফুলে
কোটি জনতা তোমার বেদীতে, বাতাস বিরহে কাঁদে সকরুন সুর তুলে।
প্রভাতের লালিমা ছিল বড় রক্তিম,পিতার রক্ত স্রোতের নদীতে সেনিদ!
৭ মার্চের চুম্বক আহবান আজ বিশ্ব-স্বীকৃত ‘শ্রেষ্ঠ ভাষন’
সূর্য সন্তান তুমি বাংলার বিশাল আকাশের মত মহত, মহাপ্রান!
ঘওে ঘরে তুমি জীবন্ত সজীব স্বপ্ন, বাঙ্গালী ও বাংলার বুকে চির অম্লান।

 

মিনা মাশরাফী
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top