সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিদূরিত বিষন্ন চোখে হাসে: রীনা তালুকদার


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০১৯ ১১:১২

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:৫৯

 

বার বার আহত
ক্ষত-বিক্ষত মর্মাহত
বিদ্রোহ শানায় পাঁজরের কুঠার

অভিযোগের অভিমানে
ক্ষুদ্র ক্ষুদ্র তিল গুচ্ছ তাল গুচ্ছ হয়
রাত্রিদিন আঁধার আলোয় বিরাণ চরেও
ফুটে সতেজ জারবেরাস
হাতি ধাক্কায় অম্যাবশ্যাতেও
পূর্ণিমায় পুড়তে হয় নাগ লিঙ্গমকে
তারপরও অন্ধ চোখের পুতুল নাচ

আড়ালে অদৃশ্য বাঁশির দূরত্বের নামাবলি
ওই যে সুদূরের অন্ধকারে মিশে যাওয়া পাখির প্লেন
সব আছে ওদিকে ...চৈতালী মেঘের নাচন
ইথারের তরঙ্গে বাজায় পুতুল ধ্বনি

মধ্যিখানে ভূ-মধ্যসাগরের উদভ্রান্ত ঝড়
মূলশুদ্ধ বিধ্বস্ত মাশরুম মাঠ উজাড়
আগে পিছে কেবলি বাড়ে পুতুল নাচ

বিদূরিত বিষন্ন চোখে হাসে
মধুলাপের অশেষ সময়ের নীরবতা।

 

লেখক: রীনা তালুকদার
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top