সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


পৃথিবীর গলিতে গলিতে অশুভ সন্ত্রাস ও রক্তপাত: এনামুল হক টগর


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০১৯ ১১:১৬

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:৫৮

 

চারিদিকে কঠিন সন্ত্রাস রক্তপাতআর নির্মম ও নিষ্ঠুর সময়,
পৃথিবীর পথে পথে কখনো দিনের আলো কখনো রাতের আঁধার।
আবার কখনো আলো আর আঁধারে মাতাল লুটেরার বিপদজনক
আনাগোনা জুলুম ও ভয়ংকর অত্যাচার।
জ্ঞানীরা আত্মজগত ও মহৎ বিবেক বোধের প্রজ্ঞায়
বিশ্ব-মানবতার উন্নয়ন ও আবিষ্কারের করে গবেষণা!

তাঁরা বাস্তব অভিজ্ঞতার ভেতর দিয়ে বহুপথ হেঁটে যায়-
আর মানব জীবনকে ভালোবেসে নির্মাণ করে আধুনিক সেবা ও কল্যাণ।
প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তাদের পরীক্ষার ফলাফল হয় উত্তীর্ণ।
কিন্তু আজও তাঁরা পরিপূর্ণ আলো ও শান্তির সন্ধান দিতে পারেনি,
শুধু চলমাল সময়ের পরীক্ষা গবেষণা আর গবেষণা!

মানব দেহের ভেতরে কখনো সুখ কখনো ভিষণ অসুখ
আবার কখনো আনন্দ কখনও উল্লাস ধ্বনি ও বিজয়।
জীবনের সামনে ও পেছনে কতো আশনি বাঁধা বিপত্তি
কতো আমিত্ব অহংকার হিংসা বিদ্বেষ ক্ষোভ ও ধ্বংস।
সময়ের আন্দোলন সংগ্রাম বিপ্লব যুদ্ধ আর রক্তপাত!

মিছিলে মিছিলে গ্রাম নগর দেশ ও বিশ্ব বিবেক উত্তাল বিদ্রোহ বিক্ষোভ,
পৃথিবীর পানশালার গলিতে গলিতে মাদক সম্রাটের দাপট,
আর কতো ব্যভিচারে ক্লান্ত বিক্ষোভ ও বেদনাবিধুর জ্বালাময় দিন ও রাত্রি।
তার মধ্যেই প্রকাশ্যে মাতাল ও যুগের সন্ত্রাসীরা আনন্দ উৎসব করে ভয়ংকর।
তাই দেশ সমাজ ও পৃথিবী যেন শরমে আর লজ্জায় বেহুস দিশেহারা,
শরিয়া ও প্রকাশ্য অন্তরে মনে হয় অধিকাংশই মানব
কিন্তু তারা পৃথিবীর প্রথম খুনি কাবিলের অনুসারী বন্ধু!

রাতের বিশাল পৃথিবী আর নগর গ্রাম ও অসহায় বস্তির
গলিতে গলিতে দেখি ক্রোধের অস্ত্র রক্তপাত আর খুন।
আবার সকালের রাস্তায় রাস্তায় দেখি কর্মহীন মানুষ সারি সারি,
অশংখ্য জীবনের বেদনাময় জ্বালা আর ক্ষুধার জন্য শ্রমের প্রতিক্ষায়!
কখনো নেশা ও সন্ত্রাসীর জুলুমে উত্তপ্ত সমাজ দাউ দাউ জ্বলে ও পোড়ে!
অপর দিকে নগরের হোটেল ও জলসাঘরে নর্তকীর শরীরে নার্গিস ফুলের শোভা!

সেখানেই অশুভ আর কলো তালিকাভূক্ত বিত্তবানদের বিলাস উৎসব।
একটু দূরেই অধর্মের জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ ইশারায়
কঠিন যুদ্ধ ধ্বংস আর আহত রক্তপাত হয় নিত্য হত্যাযজ্ঞ!
তারপরও কোন এক অচিন মহাশক্তি থেকে প্রকৃতির রহস্যময়
প্রেম ও ভালোবাসায় আসে প্রাণশক্তির শস্য,
তিনি গোপনে মুমিন ও পাপীকে দান করেন অম্ল মিষ্টি পানি ও খাদ্য।
উদ্যানের বিচূর্ণ আঙ্গুর পচনে মদ মাধুরী ছাড়ায় যৌবন,
সূর্যোদয়ের সামনেই যেন রাত্রির কঠিন আঁধার করে খেলা!

মানবতার প্রকাশ চোখগুলো নিরবে চেয়ে দেখে ক্লান্ত মলিন!
পৃথিবী ও নগরের প্রশস্ত রাস্তা,ছোট রাস্তা
আর আঁধার গলিতে গলিতে অযত্নে কাঁদে শিশু কিশোর ও বৃদ্ধ ।
এ যেন শুধু ব্যর্থ অপেক্ষা আর বিষাদ প্রতিক্ষার নির্মম পরাজয়।
তারপরও পৃথিবী চায় নতুন নির্মাণ ও পরিবর্তনের সাম্য সকাল!
যা আর্দশ সভ্যতা ও মানবতার গৌরবময় মহা-কল্যাণ।

 

লেখক: এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top