সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


একুশের কবিতা : টুটু রহমান


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ১১:১০

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৫০

 
১) একুশ আমার
    
একুশ আমার মাতৃ ভাষার 
বিদ্রোহী প্রেরণা, 
সালাম শফিক রফিক বরকত
নিরন্তর শুভকামনা।
একুশ আমার প্রভাত ফেরি 
সধবার বিধবা রঙ,
একুশের পথ ধরেই মুক্তিযুদ্ধ
বাঙালি একতাবদ্ধ।
একুশ আমার মুক্ত স্বাধীন 
কথার নিশ্চয়তা,
ছাত্র জনতার গর্জে ওঠা হুঙ্কার 
একুশেই  অহংকার। 
 
২) স্বাধীনতার উৎস
    
স্বাধীনতার উৎস আমরা যেভাবেই খুঁজি
ভাষা সংগ্রাম ছিলো তার প্রথম পুঁজি,
সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় গাঁথা
মুজিব হলো বাংলার কিংবদন্তি নেতা,
সাতই মার্চের গর্জে ওঠা ভাষণের হুঙ্কার 
ছিল স্বাধীনতার ঘোষণা বাংলার অহঙ্কার।
 
৩) শ্রদ্ধায় মাথা নত
    
মুখের ভাষা কেড়ে নেয়া হায়েনার দল
বোঝেনি বাঙালিকে একতাই যে বল,
পলাশ শিমুল রক্ত রাঙা কৃষ্ণচূড়ার বন
মুজিব আদর্শে ভাঙেনি বাঙালির মন,
ভাষার জন্য রক্ত দিয়েছে বাঙালি যত
ভাষা শহিদের তরেই শ্রদ্ধায় মাথা নত।
 
 
 
টুটু রহমান
লেখক ও সংগঠক
 
 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top