সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


কবিতার প্রহর


প্রকাশিত:
৯ জুলাই ২০১৮ ১৭:১৮

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০১:২৩

 

এক বতুতার গল্প
-
রিজোয়ান মাহমুদ

যেই তুমি রঁদেভুর দেখা পাবে আমাকেই বলো
দিলশাহ তোমার জিহবার নুন থেকে সরে গেছে দূরে
আমি দেখেছি তাকে ছায়াময় এগার সিন্দুর পাড়ে
যেখানে বতুতা ও আমি দাঁড়ায়েছি ছোট এক ঘরে
হাওয়ার নরম জাহাজে তুমি এশিয়ার ওপাড়ে ওঠ
ইবনে বতুতা বয়সে আমার শুধু একমাস ছোট --

---------------

নিমকাব্য -২
-
সেলিনা শেলী

আজ সারাদিন নীৎশে আর মার্ক্স
আমার সাথে গল্প করলেন
নীৎশে বললেন ইতিহাস তো মহানায়কেরাই সৃষ্টি করেন --
মার্ক্স ইদিপাস নাটকের সংলাপ
আওড়াতে আওড়াতে বললেন -
না ,ইতিহাস নির্মাণ করেন লোকসমাজ
আমাদের লোকসমাজ যখন
তর্জনীখচিত দিনের উত্তাপ হারাতে হারাতে
আব্রু -আফিমে মগ্ন
তখন মৃদু হেসে মার্ক্স বললেন -
পৃথিবী দুভাগ হতে চলেছে
অসি আর মসির যুদ্ধে এক নতুন পৃথিবী
জন্ম নেবে .........।।

---------------

কবিতাবুড়ির দক
- কমরুদ্দিন আহমদ

কবিতা সুন্দরীর বয়স কত ? সে তো তরুণী নয়
এ-বুড়ি ন্যুব্জ হলে পরম কৌতুহলে বার বার যায় নুহের প্লাবণ
-পূর্ব কিস্তির কাছে কৃত্রিম টাট্টিখানায়ও ডুপ পেড়ে হয়ে ওঠে আরাধ্য যুবতী
কবিতাও কবির বয়স একসূত্রে গাথা বোদ্ধা-পাঠক
তাই প্রিয়তমা তরুণী হারিয়ে ফিরে আসে
কবিতাবুড়ির বিচানায় কবিতার তলপেটে নেই জন্মদাগ
নোয়ে পড়ে না নিটোল স্তন
সাদা হয় না তার আলকাতরা চুল
আস্থাশীল কবিরা কখনো বুঝে না তারে
ভুল বয়স বড়েছে বলে,করে না খোঁজ
নতুন কিছুর ঝড়-বৃষ্টি-প্লাবণ,
আগুনের প্রলয় ছোঁয় না বুড়িরে আশ্রয়
তার নুহের কিস্তি, শাশ্বত কালের সাম্পান
কবিতাবুড়ির দক (দাপট) চির অম্লান।

-------------------

আমি বলেছিলাম বৃষ্টির কথা
- শুক্লা ইফতেখার

আমি বলেছিলাম বৃষ্টির কথা তুমি ঝড়ের
আমি বলেছিলাম বজ্রের কথা তুমি বিদ্যুতের
আমি বলেছিলাম নির্মল ভালোবাসার কথা
তুমি নিশ্চিত হতে চেয়েছ সঙ্গমের
আমি বলেছিলাম শুধু দুজনের অমল সংসারের কথা
তুমি বলেছিলে সন্তান সন্তান -
তুমি তোমাকে চেয়েছ আমার মধ্যে
আমি তোমার মত তোমাকে
আজ সত্যি করে বলো তো
ভালোবেসেছ কি কখনো কাউকে ?

------------------

তৃষ্ণা
- হেলাল জহির

নির্ঘাত বিপন্ন হয়ে মরবে আচমকা চলে এলে
শত শত বছরের বুভুক্ষ - সমুদ্রসম তৃষ্ণা পেলে
জলের যে বিকিরণ এলোমেলো সারা শরীরে
নির্ভুল সেই প্রবাহ মরে যাবে ঝড় ও অন্ধকারে।
রেশম সুতার মতো মোলায়েম দিঘল চোখে
এভাবে এসোনা বট বা সন্ন্যাসদের অভিমুখে
শান্ত সরোবরে যেভাবে দাপায় বন্য রাজহাঁস
উত্তাল সমুদ্র হয়ে মরে যাবে পুকুরের ইতিহাস।
অনন্ত পাঠ করি শত শত বছরের রহস্য তাম্রবর্ণ
বল্লমের আঘাতে এককালে হৃদয় করেছো বিদীর্ণ
মাড় দেওয়া শাড়ির ভাঁজে ছুরির ঝনঝন বিক্ষুব্ধে-
আমার মতো অসংখ্য মানুষ মরবে নির্মম নিঃশব্দে।
যে আমি প্রার্থনায় ছিলাম বিনম্র সাক্ষাতের
কী দাম তার কাছে আর নারীর প্রাচীন বক্ষের? 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top