সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


চেলসিকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪ ১৭:০৮

আপডেট:
৩ মে ২০২৪ ২৩:০১


চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ম্যানচেস্টার সিটির। সেই হারের ক্ষত নিয়ে শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে ম্যাঠে নামে পেপ গার্দিওলার দল। এখানে অবশ্য আর মন খারাপের গল্প লিখতে হয়নি সিটিজেনদের। চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনাল উঠেছে তারা।


ওয়েম্বলি স্টেডিয়ামে ৮৪ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নারদো সিলভা।

প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। এদিন অবশ্য আর্লিং হালান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি।তবে সেগুলো জাল খুঁজে পায়নি। যেখানে বড় সুযোগ আসে ২৯ মিনিটে। চেলসির সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন সিটি গোলকিপার স্তেফান ওরতেগাকে একা পেলেও শট টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। তাতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ব্লুদের ওপর চাপ তৈরির চেষ্টা করে সিটি। কিন্তু গোছালো আক্রমণের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে ডেডলক ভাঙে ৮৪ মিনিটে। চেলসি গোলকিপার জোর্জে পেত্রোভিচ কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও সিলভা বা পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। এই গোলই সিটিকে নিয়ে যায় ফাইনালের মঞ্চে।

 

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটি লড়বে দ্বিতীয় সেমিফাইনালে। শিরোপার লড়াই হবে আগামী ২৫ মে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top