সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


বিশুদ্ধ জল চাই : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
২৭ মে ২০২০ ২২:৪০

আপডেট:
১২ মে ২০২৪ ২১:৪০

 

বিশুদ্ধ জল চাই।
জল দিয়ে পনেরো আগষ্টের
শহীদদের রক্তগুলো ধুয়ে দিতে চাই
মুছে দিতে চাই জাতির লজ্জা ।
রক্তাক্ত শরীর, রক্তাক্ত ঘর-দরজা, কাচের জানালা
সবখানে রক্তের ছোঁয়া লেগে আছে
মিশে আছে জনকের রক্তাক্ত দেহ
ঢিলা পাঞ্জাবি, মোটা চশমার ফ্রেম
আর তাঁর শখের পাইপ।

জল নিবে তুমি বিশুদ্ধ জল?
একজন কানে কানে ফিস ফিস করে বলে
জল নিবে ত নদীর কাছে যাও
আর কেউ বলে, জল নিবে, তবে
বিশুদ্ধ মানুষের কাছে যাও।
নদী বলে আমার আর বিশুদ্ধ জল নেই
খচ্চর কিছু মানুষেরা দুষিত করেছে আমার জল,
মানুষ বলে সেও দুষিত পাকে বিপাকে পড়ে।
এখন কোথায় পাবো আমি বিশুদ্ধ জল?
বিশুদ্ধ জল ছাড়া ঐ রক্তের দাগ
কিছুতেই ধোঁয়া যাবে না,
বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যুমুনা, বঙ্গোপসাগর
চারিদিকে জল আর জল কিন্তু বিশুদ্ধ জল কোথাও নেই,
বিশুদ্ধ মানুষও নেই!
তাহলে কী জাতির পিতার রক্ত ধোঁয়া যাবে না?
প্রতিদিন সে রক্তের ছোঁয়া লাগে হৃদয়ে হৃদয়ে
আর অজস্র ভক্তদের অশ্রু ঝরায়।
আমি আর কতকাল খুঁজে ফিরবো বিশুদ্ধ জল?
আমি আর কতকাল খুঁজে ফিরবো বিশুদ্ধ মানুষ?
এ পাপ আর কতকাল আমাদের খন্ডন করতে হবে?
যতকাল তেরোশত নদী বহমান থাকবে
ততকাল জাতির পিতার রক্ত ঋণ থাকবে
ততকাল এ রক্ত জীবন নদীর মতো প্রবহমান হবে।


মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক
(প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top