সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশিত:
১০ মে ২০২৪ ১২:২৫

আপডেট:
২০ মে ২০২৪ ১৯:১৪


টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১০ মে) সকাল ১০টা ৫ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।



এর আগে সকাল ৭ টা ৫ মিনিটে গণভবন থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৯টা ৫৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করবেন। পরে সুবিধাবঞ্চিতদের মধ্যে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুরে মধ্যাহৃভোজ শেষে কিছু সময় বিশ্রাম নেবেন তিনি।
পরে বিকাল ৫টায় টুঙ্গিপাড়া থেকে গণভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top