সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


মুজিব নাম চির ভাস্বর : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২৩:৩০

আপডেট:
২৫ জুলাই ২০২০ ২৩:৪৫

 

হাজারো কণ্ঠ একটি কণ্ঠে মিলে গেলো
আকাশে বাতাসে ইথারে ইথারে
ধর্ম গোত্র বর্ণ মিলে মিশে হলো একাকার,
এমন করে কারো কণ্ঠ বাজেনি তো আগে
কেউ বলেনি তো আগে
বলেছিলেন একজন
নাম তাঁর শেখ মুজিবুর রহমান।

মুজিব এসে বললেন সব এক হয়ে যাও
ভেদাভেদ নাই মানুষে মানুষে
সবাই আমরা বাঙালি এই কথাটুকু
মনে রেখ শয়নেস্বপনে।
অত্যাচার নিপীড়ন চালিয়েছে নির্বিচারে
সাবধান হুশিয়ার -
" রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো
ইনশাআল্লাহ। "
এমন বজ্রকণ্ঠে আহবান জানালেন
সকলের প্রতি
একটি স্বপ্নের নেশায় পাগল হলো মানুষ
পথে পথে 'জয় বাংলা'র শ্লোগান
গাইছে সবাই সমস্বরে
সবাই আমরা বাঙালি
'পদ্মা মেঘনা যুমুনা
তোমার আমার ঠিকানা'
এই আশায় দীপ্ত শপথে এগিয়ে গেলো তারা।
এমন করে সাহসী মানুষ একজনই ছিলেন
তাঁর হাতে হাত রেখে, অন্তরে মিল রেখে বেঁচে আছি
আজও আমরা তাঁরই দেখানো পথে আলো পাই,
নিজেকে উজ্জীবিত করি, আকাশে তারার খেলা দেখি, নদীর কুলকুল রবে ভাসিয়ে দেই নতুন জীবনের খোঁজে, শক্তি সাহস পাই যখন কান পেতে শুনি তাঁর বজ্রকণ্ঠ।
মুজিব নাম চির ভাস্বর
কেন না তিনি যে জাতিস্মর।

 

মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক, প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top