সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২২ ০৭:২৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৪:৪১

 

বাংলা নববর্ষ-১৪২৯ এর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।এক বিবৃতিতে তিনি শুরুতেই বাংলায়, 'শুভ নববর্ষ' বলার মাধ্যমে শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, 'বাংলা নববর্ষ উদ্‌যাপনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
এই শুভেচ্ছা বার্তায়  বহুসংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া বাঙ্গালী কমিউনিটির আন্তরিকতা এবং আতিথেয়তাপূর্ণ আচারানুষ্ঠানকে সম্মান জানায়। এ বিবৃতিতে বলা হয়, আরেকটি কঠিন বছর পার করার পর আমাদের বহুসাংস্কৃতিক উদযাপনগুলো আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রত্যাশা এবং আস্থা তৈরি করে। এভাবে বিশ্বাস এবং সংস্কৃতি ভাগাভাগি করে নেওয়াটাই বন্ধু, পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ করে রাখে।

 

প্রধানমন্ত্রী স্কট মরিসন এ বিবৃতিতে আরও বলেন, আমরা মহামারি এবং কীভাবে এ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি -তা প্রতিফলিত করি নববর্ষ উদ্‌যাপনের মধ্য দিয়ে । একটি জাতি হিসেবে আমরা আমাদের শক্তির জন্য ধন্যবাদ জানাই ও আরও ভালো সময়ের এবং প্রিয়জনের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের জন্য এগিয়ে চলি। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top