সিডনির বন্ডিতে অপরাধী চক্রের বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত


প্রকাশিত:
২৮ জুন ২০২৩ ২২:২৬

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৪:১২

 

সিডনির জনপ্রিয় বন্ডি এলাকায় মঙ্গলবার অপরাধী চক্রের বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ নগরীর অপরাধ জগতের ‘প্রধান হোতার’ ওপর এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বন্ডি সমুদ্র সৈকত থেকে অদূরে ভূগর্ভস্থ একটি পার্কিং লট থেকে গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশ সিডনির ব্যস্ততম শপিং কেন্দ্রেটির চারপাশ ঘিরে ফেলে। সেখানে তল্লাশি চালিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে তার গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তার বিরুদ্ধে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানি ডোহার্টি সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি অপরাধী চক্রের হত্যার বৈশিষ্ট্য বহন করে।

তিনি বলেন, লোকটির নাম বলা না হলেও সে পুলিশের কাছে অনেক পরিচিত ছিল বলে জানানো হয়। স্পষ্টতই এটি একটি বড় লক্ষ্য ছিল।

ঘটনাস্থলের কাছেই আগুনে পুড়ে যাওয়া একটি পোর্শে গাড়ি পাওয়া যায়। গাড়িটি এ হামলার কাজে ব্যবহার করা হয় বলে মনে করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top