সিডনী বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া: নিহত ১৯, নিখোঁজ ১৭


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২০ ০১:০৬

আপডেট:
৪ জানুয়ারী ২০২০ ০৫:৫৪

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: দুই মাস ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। সোমবার (৩০ ডিসেম্বর) নতুন করে জরুরি অবস্থা জারি করা হয় দেশটির ভিক্টোরিয়া রাজ্যে। দাবানলের কারণে এ রাজ্যের কিছু অঞ্চল থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। দেশটিতে দাবানলের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০ হাজার পর্যটক।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাবানলে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দাবানলের আগুনে ১২শ বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহে দাবানল থেকে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিশাল এলাকায় দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হাজার হাজার মানুষ দাবানল থেকে পালাচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত রবিবার ভিক্টোরিয়া রাজ্যের ইস্ট গিপ্সল্যান্ড অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার পর্যটক ও ৪৫ হাজার স্থানীয় বাসিন্দাকে জরুরি ভিত্তিতে চলে যেতে বলা হয়। সোমবার দুপুরে এ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং অতিসত্ত্বর এ অঞ্চল ত্যাগ করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত ১০ বার জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে মাঠে নামছে সেনাবাহিনী

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। প্রতিদিন নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মাঠে নামাচ্ছে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্টোরিয়া রাজ্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও যান পাঠাতে রাজি হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস। তীব্র গতিতে ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোয় আশ্রয় নিচ্ছে অসংখ্য মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top