পেঁয়াজ নিয়ে কোনো আশার বাণী নেই মন্ত্রীর কাছে, ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০১:১৩
আপডেট:
৪ মে ২০২৫ ০৬:০৫

প্রভাত ফেরী ডেস্ক: পেঁয়াজ নিয়ে কোনো আশার বাণী দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে নতুন পেঁয়াজ না ওঠা এবং আমদানিকৃত পেঁয়াজ বেশি পরিমাণে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না। সে ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ সময় লেগে যেতে পারে বলেও এসময় উল্লেখ করেন তিনি।
গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে গতকালের এই রুদ্ধদ্বার বৈঠকেও পেঁয়াজের দাম কমানো বা বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কোনো সমাধানে আসতে পারেনি মন্ত্রণালয়। এফবিসিসিআই নেতারা, সরকারের দুই মন্ত্রী, তিন সচিব, এনবিআর চেয়ারম্যানসহ সরকারের আরও বেশ কিছু দফতরের শীর্ষ কর্মকর্তা এবং পেঁয়াজসহ ভোগ্যপণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। পেঁয়াজের চড়া মূল্যে যেখানে টানা দুই মাস দেশের মানুষ কষ্ট পাচ্ছেন, সেখানে সবর নজর ছিল গতকালের এই বৈঠকের দিকে।
প্রত্যাশা ছিল, পেঁয়াজের আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হয়তো দাম কমানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসবে বাণিজ্যমন্ত্রী বা ব্যবসায়ীদের তরফ থেকে। কিন্তু বাস্তবে এটি হয়নি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তেমন কোনো সুখবর দিতে পারলেন না। বরং পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দোষারোপ করেই দায় সারলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাহাজে আমদানি করা পেঁয়াজ আগামী ১০ দিনের মধ্যে বাজারে আসবে। এই পেঁয়াজ চট্টগ্রাম পর্যন্ত আমদানি খরচ প্রতি কেজি ৩২ টাকা পড়বে। কিন্তু খুচরা বাজারে এটি সর্বোচ্চ ৬০ টাকা বিক্রি হবে। এ ছাড়া ডিসেম্বরের প্রথমেই বাজারে দেশি নতুন পেঁয়াজ আসতে শুরু করবে সব মিলিয়ে আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে।
১০ ব্যবসায়ীকে শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদ
এদিকে, পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় দেশের শীর্ষ ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার ( ২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠানএকতা শস্য ভাণ্ডার, মেসার্স দীপা এন্টারপ্রাইজ, টি এম এন্টার প্রাইজ, বি জগদীশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, আরএম এগ্রো, পল মোহাম্মদ ট্রেডার্স ও এইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: