সিডনিতে অনুষ্ঠিত হলো জয়তী চক্রবর্তী এবং অর্ক মুখার্জির কনসার্ট: ধুন ২০২৫


প্রকাশিত:
২০ মে ২০২৫ ১৩:৩৮

আপডেট:
২০ মে ২০২৫ ১৫:৪৭

ছবি: গান পরিবেশন করছেন জয়তী চক্রবর্তী।

গত ৩ মে শনিবার সিডনির এন এস ডব্লিউ সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হলো স্বনামধন্য শিল্পী জয়তী চক্রবর্তী এবং অর্ক মুখার্জির কনসার্ট ধুন ২০২৫। এই কনসার্ট যৌথভাবে আয়োজন করেছিল সিডনির অন্যতম জনপ্রিয় পত্রিকা এবং মাল্টি মিডিয়া সংস্থা প্রভাত ফেরী এবং সিডনির বিগ বি। দুই বাংলার দুই সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে ছিল দুই বাংলার দর্শকদের উপচে পড়া ভিড়। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ছিল দেবীকা মাইগ্রেশন সার্ভিস। সহযোগিতায় ছিল সিডনি মাল্টিকালচারাল সোসাইটি এবং বওশো। টিকেটের ব্যবস্থাপনায় ছিল ক্রেজি টিকেট।

ছবি: উপস্থাপনা করছেস শ্রাবন্তী আশরাফী এবং অরুনিতা মজুমদার।

প্রভাত ফেরীর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী এবং সিডনির অতি পরিচিত মুখ শ্রাবন্তী আশরাফী এবং অরুনিতা মজুমদারের সঞ্চালনায় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে অস্ট্রেলিয়ার আদিবাসীদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

ছবি: সম্মানিত স্পন্সরদের কয়েকজন

এরপর শ্রাবন্তী আশরাফী স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। এই সময় তিনি মঞ্চে সম্মানিত স্পন্সরদের ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

ছবি: বক্তব্য রাখছেন শ্রাবন্তী আশরাফী

তিনি তাঁর স্বাগত বক্তব্যে বলেন যে, পৃথিবীর বুকে আমরা বাঙ্গালিরা বীর ও অনন্য এক জাতি। আমাদের ভাষা, সংস্কৃতি, অনুভুতি, ইতিহাস এক সুতোয় বাঁধা। আমাদের রয়েছে নিজস্ব ঐতিহ্যের শিকড় এবং গৌরবময় এক ইতিহাস। এই ভালবাসা আর বন্ধনের জন্য ধর্ম ও ভৌগলিক সীমারেখা কোন সময় বাঁধা হতে পারে না। দুই বাংলার মানুষদের মাঝে আগামী দিনের সেতুবন্ধন রচনার কাজ করে যাচ্ছে যৌথভাবে প্রভাত ফেরী এবং সিডনির বিগ বি।। আমরা অস্ট্রেলিয়াতে আপনাদের সহযোগিতায় দুই বাংলার মানুষের মধ্যে ভালবাসা এবং বিশ্বাসের বন্ধন গড়ে তুলতে চাই। আগামী প্রজন্মকে দিয়ে যেতে চাই এক অভিন্ন সুন্দর পৃথিবী। এই জন্য আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

ছবি: বাসব রায়

সিডনির বিগ বি’র ডিরেক্টর বাসব রায় বলেন যে, দীর্ঘ আট বছর পর জয়তী চক্রবর্তী এসেছেন আমাদের গান শোনানোর জন্য। জয়তী চক্রবর্তী এবং অর্ক মুর্খার্জি দুই বাংলার মানুষের কাছে সমান জনপ্রিয়। আমরা দর্শকদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পেয়ে আনন্দিত। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সব টিকেট বিক্রি হয়ে যায়। তিনি এই জন্য দর্শকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অংশ নিতে ৬ জন যন্ত্রশিল্পীদের নিয়ে জয়তী চক্রবর্তী ১ মে সিডনিতে পৌঁছান। এর পূর্বে ২৯ শে এপ্রিল ৫ জন যন্ত্রশিল্পীদের নিয়ে অর্ক মুখার্জি সিডনিতে আসেন।

ছবি: দর্শকদের একাংশ।

অনুষ্ঠানের দিন ছিল অস্ট্রেলিয়ার ফেডারেল ইলেকশন। সন্ধ্যায় ছিল বৃষ্টি। দুই বাংলার দর্শকদের উপস্থিতিতে কানসার্ট হল হয়ে উঠে কানায় কানায় পূর্ণ।

ছবি: গান পরিবেশন করছেন জয়তী চক্রবর্তী

অনুষ্ঠানের প্রথমভাগের শিল্পী ছিলেন জয়তী চক্রবর্তী। তিনি অনুষ্ঠান শুরু করেন স্তোত্রপাঠ দিয়ে। এরপর তিনি কয়েক ঘন্টা বৈঠকি আড্ডার ছলে একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। জয়তী "আমার এই পথ চলাতেই আনন্দ ","তোমায় গান শোনাবো", "আমার ভিতর ও বাহিরে" , "হোটো সে ছুঁলো তুম " , "রাই জাগো গো " , "আমি বাংলায় গাই গান" ....... অজস্র রবীন্দ্রসংগীত থেকে আধুনিক, গজল থেকে কীর্তন আঙ্গিকের গান, দ্বিজেন্দ্রগীতি থেকে লালনের গান সর্বত্র তাঁর দরাজ কন্ঠ, পরিশীলিত উচ্চারণ, পরিমিত আবেগ এই সবের এক অভিনব সংমিশ্রণে অভিভূত করে রাখলেন শ্রোতাদের।

সাময়িক বিরতির পরে দ্বিতীয় ভাগে ছিলো অর্ক মুখার্জির গান।

ছবি: গান পরিবেশন করছেন অর্ক মুখার্জি

 

তিনি প্রতিটি দর্শককে মন্ত্রমুগ্ধের মতোন একেবারে গানের মাধ্যমে যেন বিশ্বভ্রমন করালেন। এই কখনো তিনি কিউবার গণসংগীত "গুয়ান্তানামেরা" গাইছেন, আবার কখনো দুই বাংলার ব্যান্ডসংগীতের দুই মহীরুহ গৌতম চট্টোপাধ্যায় এবং আয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন। বড়ে গুলাম আলী খাঁ সাহেব হয়ে আব্বাসউদ্দীন, সেখান থেকে শচীনকর্তা হয়ে সাধক রামপ্রসাদ এবং হাসন রাজা, আবার “জামাইকা ফেয়ারওয়েল” থেকে “রোজা”র দিল হ্যায় ছোটা সা”, “মহাসিন্ধুর ওপার থেকে”, “চল চল চল, উর্ধ্ধগগনে বাজে মাদল”, “ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে” একের পর এক মনিমুক্তো নিয়ে নাড়াচাড়া, পশ্চিম আফ্রিকার জুলু উপজাতির লোকসঙ্গীত থেকে পুরুলিয়ার ঝুমুর সর্বত্র অবাধ বিচরন করলেন তিনি আর এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করে প্রতিটি দর্শককে আসনে স্হির হয়ে বসে থাকতে বাধ্য করলেন।

ছবি: গান পরিবেশন করছেন অর্ক মুখার্জি

তিনি সবশেষে গাইলেন “তোরা যুদ্ধ করে করবি কি তা বল” গানটি।

অনুষ্ঠান শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিডনির সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ শ্রীমন্ত মূখার্জী বলেন যে, সব বাঙালির মতোন আমারও প্রিয় রবীন্দ্রসংগীতের একটি নিজস্ব তালিকা রয়েছে । সেই তালিকায় অধিকাংশ স্থানে ইদানিং বিরাজ করছেন গুণী শিল্পী জয়তী চক্রবর্তী। সেই জয়তী চক্রবর্তী সিডনিতে আসছেন শুনে উদগ্রীব হয়ে ছিলাম, যার গান এতবার শুনি তাঁকে একবার কাছে বসে শোনার জন্যে অপেক্ষা করে ছিলাম । আজ সেই ইচ্ছাপূরণ ঘটেছে। বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক, অর্ক মুখার্জির গান প্রসংগে বলেন যে, অর্ক এলেন, দেখলেন, জয় করলেন। তাঁর উকুলেলে যেন হয়ে উঠলো স্টেনগান। সামনে বসে তাঁর গান শুনতে পেরে আমি আনন্দিত।

ছবি: শাহান আরা জাকির এবং জয়তী মুখার্জি

 

ছবি: ড. নরেন সাহা এবং অর্ক মুখার্জি

অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে জয়তী এবং অর্ক মুখার্জি সহ যন্ত্রশিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট কথা সাহিত্যিক শাহান আরা জাকির, বেংগলি ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ডঃ নরেন সাহা, ডঃ কাইয়ুম পারভেজ, সাজেদা আক্তার সানজিদা, মোহাম্মদ শাহে জামান টিটু, ডাঃ হালিম চৌধুরী। এই অনুষ্ঠানের ক্যাটারিং পার্টনার ছিল ইডেন গার্ডেন ক্লাব হাউজ। পৃষ্ঠপোষকতায় ছিল স্ট্যামফোর্ড এডুকেশন, অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যশনাল একাডেমি, কে এইচ আই পার্টনারস, ব্রেইনটেক অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেড, বি বি রিসার্চ, রোপিউর, রিয়েল হোম প্রপার্টিজ, নেক্সটজেন ইনভেস্টিং, স্মার্ট ট্যুরস এন্ড ট্রাভেলস, জাদু কা জাইকা, জিকিফাই, ডিটিডিসি কুরিয়ার সার্ভিস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top