করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাংকের কাছে ৮৫০ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ
 প্রকাশিত: 
 ১৭ মার্চ ২০২০ ২৩:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৪৮
 
                                প্রভাত ফেরী: বাংলাদেশ করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাংকের কাছে ১০ কোটি মার্কিন ডলার চেয়েছে। যার স্থানীয় মুদ্রা হচ্ছে ৮৫০ কোটি টাকা। সম্প্রতি অর্থনৈতিক সম্পক বিভাগ থেকে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিশ্বব্যাংক করোনার স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলার জন্য গত ১৩ মার্চ ১ হাজার ২০০ কোটি ডলারের বৈশ্বিক তহবিল গঠনের ঘোষনা দিয়েছে। সংস্থাটি তার সদস্য দেশগুলোকে এই অর্থ দেবে। গত সপ্তাহে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ওই তহবিল থেকে বাংলাদেশের জন্য আপাতত ১০ কোটি ডলার প্রস্তুত রাখবে।
বর্তমানে করোনা ভাইরাসে বিশ্বের ১০০টির বেশি দেশ সংক্রমিত হয়েছে। বিশ্বব্যাংকের সদস্য দেশগুলো যেন করোনার প্রভাব মোকাবেলা করতে পারে সেজন্য তহবিল গঠন করা হয়েছে। বিশ্বব্যাংকের করোনা তহবিলের মধ্যে ৮০০ কোটি ডলার বরাদ্দ থাকবে তাৎক্ষনিকভাবে ছাড় করার জন্য। করোনার ঝুকি মোকাবেলায় গঠিত তহবিলে ২৭০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংকের আইবিআরডি থেকে। আইডিএ থেকে আসবে ১৩০ কোটি ডলার আর আইএফসি দেবে ৬০০ কোটি ডলার। এছাড়াও বিশ্বব্যাংকের নিজস্ব তহবিল থেকে আসবে আরও ২০০ কোটি ডলার।
জানা গেছে, নিম্নআয়ের দেশগুলো আইডিএ থেকে অল্প সুদে ঋন পাবে। মধ্যম আয়ের দেশগুলো অর্থ নেবে আইবিআরডি থেকে। গত ২ মার্চ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক যৌথ বিবৃতি দেন। এরই প্রেক্ষিতে নতুন তহবিল গঠনের ঘোষনা দেন বিশ্বব্যাংক।
বিষয়: বিশ্বব্যাংক করোনা ভাইরাস

 
                                                     
                                                     
                                                    -2020-07-05-16-15-43.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: